পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরামকৃষ্ণের সাঙ্গোপাঙ্গাদি O8? ৫ম—নরেন্দ্র বন্দ্যোকে নিরঞ্জনের সঙ্গে দেখা করিতে বলা, সরল ১৫, ৫ । যোগীন্দ্ৰ—২য়—বলরাম মন্দিরে ঠাকুরের সঙ্গে, ২৪, ৯ । ৩য়—নরেন্দ্রের কথা ইনি আর লন না, ১৫, ২ ; ঠাকুরের পদসেবা, | ס\ ,פaכי ৪র্থ—প্ৰত্যহ ঠাকুরের দর্শন করেন ৭, ২ | পূর্ণ—১ম—তার জন্ত মন কেমন, ১০, ১ । ৩য়—“তার আকার আলাদা, ১৩, ১ ওর জন্ত জপ করিয়ে নিলে ।” ১৩, ১ । ৪র্থ—পুরুষসত্তা দৈব স্বভাব—অংশ শুধু নয়, কলা ; কি চতুর, ২৩, ১ ; বিষ্ণুর অংশ, ২৩, ৩ ; ঠাকুরের পূর্ণর জন্ত ব্যাকুলত, ২৩, ৩ ; দর্শনে ঠাকুরের আহ্নাদ, ২৩, ৫ ; উচু সাকার ঘর, ২৩, ৭ ; ওদের আগে ফল তার পর ফুল, ২৩, ৮ , পূর্ণর পত্রপাঠ শুনিয়া ঠাকুরের রোমাঞ্চ ২৬, ১ । ছোট নরেন্দ্ৰ—১ম—খুব শুদ্ধ, ২৪, ১ একি ইংরাজিতে আছে ? ১৭, ৪ । ২য়—শু্যামপুকুরে, ভাব যদি একটু বাড়ে ? ২৫, ২ ৷ ৩য়—দেখিতে দেখিতে ঠাকুর সমাধিস্থ, ১২, ২ ; তোর হবে”, ১২, ২ : ঠাকুরের পা ধুইয়া দিতেছেন, ১৩, ১ , ‘তিনটেই মনে নেই—জমিন, জরু, রূপেয়া, ১৩ ১ , এর কি স্বক্ষ বুদ্ধি’, ১৬, ২ ; ভিতরে বিষয় বুদ্ধি আদপে ঢুকে নাই, ২৫, ২ ; ব্রাহ্মণীর বাড়ী, পিদিম ধরা’, ১৯, ১ । ৪র্থ—পুরুষ সত্ত্ব, ২৩, ৩ ; ঠাকুরের উপদেশ, ২৩, ৩ ; আমাদের স্বাধীন ইচ্ছা আছে কি না ? ২৩, ৫ ; সমাধিস্থ ঠাকুরকে ধরিয়া আছেন, ২৩, ৫ ; বড় ফুটোওয়ালা বঁাশ—ছেলে বেলায় ঈশ্বরের জন্ত কান্না—ভয় নাই ; দক্ষিণেশ্বরে তিন রাত্রি সমানে থাকে, ২৩ ৭ ; ওর কুম্ভক আপনি হয় । আবার সমাধি। ২৪, ৪ ; দক্ষিণেশ্বরে জন্মাষ্টমী দিবসে, কপালে আবের কথা ২৬, ২ ; ধ্যানে মগ্ন ! অতি শুদ্ধ। ২৭, ৪ ; ঠাকুরকে তাড়িত উৎপাদন যন্ত্র দেখান, ২৯, ১ ; শু্যামপুকুর বাড়ীতে মিশ্রকে কৃপা দিবসে, ৩০, ২ । বেলঘরের তারক—৩য়—সাধু সাবধান, ১২, ৪ । ৪র্থ—সমাধি অবস্থায় বুকে পা, ২৩, ২ ; দেখলাম শিখার স্তায় জল জল