পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ংশ শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামুত—৫ম ভাগ [>ના ર, নভেম্বর, ১৬ ত্রীরামকৃষ্ণ (সহাস্তে )—সাধুর কমণ্ডলু চার ধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো, তেমনি তেতো থাকে । মলয়ের হাওয়া যে গাছে লাগে, সব চন্দন হ’য়ে যায় ! কিন্তু শিমুল অশ্বথ, আমড়া এরা চন্দন হয় না। কেউ কেউ সাধুসঙ্গ করে, গাজ খাবার জন্ত । (হাস্ত )। সাধুরা গাজা খায় কি না, তাই তাদের কাছে এসে ব’সে গাজা সেজে দেয় আর প্রসাদ পায় । ( সকলের হাস্ত ) ৷ তৃতীয় পরিচ্ছেদ ষড়ভূজ দৰ্শন ও গ্রীরাজমোহনের বাড়ীতে ত্যভাগমন—নরেন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন তাহার পর দিনেই আবার কলিকাতায় শুভাগমন করিয়ছেন ; বৃহস্পতিবার ১৬ই নভেম্বর ১৮৮২খৃঃ অঃ কাত্তিক শুক্ল ষষ্ঠ ১লা অগ্ৰছায়ণ । অসিয়াই প্রথমে গরাণহাটায়* ষড়ভূজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আকড়া, মহন্ত ঐগিরিধারী দাস। ষড়ভূজ মহাপ্রভুর সেবা অনেকদিন হইতে চলিতেছে ; ঠাকুর বৈকালে দর্শন করিলেন । সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর সিমুলিয়া নিবাসী শ্ৰীযুক্ত রাজমোহনের বাড়ীতে গাড়ী করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরার মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন। তাই দেখিতে আসিয়াছেন । মাষ্টার ও আরও ২ ১ জন ভক্ত সঙ্গে আছেন । শ্ৰীযুক্ত রাজমোহন পুরাতন ব্ৰহ্মভক্ত। [ ব্ৰহ্মভক্ত ও সৰ্ব্বত্যাগী ] ঠাকুর নরেঙ্গকে দেখিয়া আনন্দিত হইলেন। আর বলিলেন, তোমাদের , বর্তমান নিমতলা ষ্ট্রীট