পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীযুক্ত মনোমোহন ও সুরেজের বাটীতে ত্রীরামকৃষ্ণ ২৩ উপাসনা দেখব ! নরেন্দ্র গান গাহিতে লাগিলেন। শ্ৰীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরার কেহ কেহ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা। করিতেছেন। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই । ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইয়াছে। তাই সৰ্ব্বত্যাগের কথা বলিতেছেন। মাষ্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন, তিনিই কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন, ‘ত আর হয়েছে !” * শ্ৰীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ীর ভিতরে লইয়া যাইতেছেন। চতুর্থ পরিচ্ছেদ গ্রীযুক্ত মনোমোহন ও গ্রীযুক্ত সুরেন্দ্রর বাটীতে গ্রীরামকৃষ্ণ পরের রবিবারে vজগদ্ধাত্রী পূজা, সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। তিনি ঘর বাহির করিতেছেন—কখন ঠাকুর আসেন। মাষ্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, ‘তুমি এসেছ, আর তিনি কোথায় ? এমন সময় ঠাকুরের গাড়ী আসিয়া উপস্থিত। কাছে খ্ৰীযুক্ত মনোমোহনের বাড়ী, ঠাকুর প্রথমে সেখানে নামিলেন, সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়ীতে আসিবেন । মনোমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন, “যে অকিঞ্চম, যে দীন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিষ। খোল মাথান জাব যেমন গরুর প্রিয় ! দুৰ্য্যোধন অত টাকা অত ঐশ্বৰ্য্য দেখাতে লাগল ; কিন্তু তার বাটীতে ঠাকুর গেলেন না। তিনি বিছরের বাট গেলেন। তিনি ভক্তবৎসল ; বৎসের