পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२४ শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ ১৮৮২, ডিসেম্বর এইবার ত্রযুক্ত বিজয় গোস্বামী বেদীতে বসিয়া, ব্রাহ্ম-সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। উপাসনাস্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন । শ্রীরামকৃষ্ণ (বিজয়ের প্রতি )—আচ্ছা, তোমরা অত পাপ পাপ বল্লে কেন ? একশোবার ‘আমি পাপী, আমি পাপী’ বল্লে, তাই হয়ে যায়। এমন বিশ্বাস কর চাই, যে র্তার নাম করেছি—আমার আবার পাপ কি ? তিনি আমাদের বাপ মা ; তাকে বলে যে পাপ করেছি, আর কখনও করব না । আর তার নাম কর, তার নামে সকলে দেহ মন পবিত্র কর—জিহবাকে পবিত্র কর । o দ্বিতীয় পরিচ্ছেদ বাবুরাম প্রভৃতির সঙ্গে, FREE WILL সম্বন্ধে কথা (তাতাপুরীর আত্মহত্যার সঙ্কল্প ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকাল বেলা নিজের ঘরে পশ্চিমের বারানায় কথা কহিতেছেন। সঙ্গে বাবুরাম, মাষ্টার, রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর, ১৮৮২ খৃঃ অঃ ! বাবুরাম, রামদয়াল, ও মাষ্টার আজ রাত্রে থাকিবেন। শীতের ( বড় দিনের ) ছুটী হইয়াছে। মাষ্টার আগামী কল্যও থাকিবেন। বাবুরাম নূতন নূতন আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ( ভক্তদের প্রতি )—ঈশ্বর সব কচ্চেন এ জ্ঞান হলে তো জীবযুক্ত। কেশব সেন শস্তু মল্লিকের সঙ্গে এসেছিল, আমি তাকে বল্লাম, গাছের পাতাটি পর্য্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা (Free will ) কোথায় ? সকলই ঈশ্বরাধীন। দ্যাংটা অত বড় জ্ঞানী গো, সে-ই জলে ডুবতে গিছলো ! এখানে এগার মাস ছিল ; পেটের ব্যারাম হল, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গিছলো! ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায়,