পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাবুরাম প্রভৃতির সঙ্গে Free Will সম্বন্ধে কথা २> হাটু জলের চেয়ে আর বেশী হয় না, তখন আবার বুঝলে ; বুঝে ফিরে এলো । আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গিছ লুম ! তাই বলি মা আমি যন্ত্র, তুমি যন্ত্রী ; আমি রথ, তুমি রখী ; যেমন চালাও তেমনি চলি—তেমন করাও তেমনি করি।” ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে। ভক্তেরা গান গাহিতেছেন— ১ । হৃদি-বৃন্দাবনে বাস যদি কর কমলাপতি, ওহে ভক্তিপ্রিয় আমার ভক্তি হবে রাধা সতী ॥ মুক্তি কামনা আমারি হবে বৃন্দে গোপনারী, দেহ হবে নন্দের পুরী স্নেহ হবে মা যশোমতী । আমার পাপভার গোবৰ্দ্ধন ধর ধর জনাৰ্দ্দন, কণমাদি ছয় কংস চরে ধবংস কর সম্প্রতি,— বাজায়ে কৃপা-বাশরী মন ধেতুকে বশ করি, তিষ্ঠ হৃদিগোষ্ঠে আমার পুরাও ইষ্ট এই মিনতি ॥ আমার প্রেমরূপ যমুনাকূলে, আশা বংশী বটমূলে, সদয়ভাবে উদয় হ’য়ে বাস করহে সম্প্রতি— যদি বল রাখাল প্রেমে বন্দী থাকি ব্রজধামে, তবে জ্ঞানহীন রাখাল তোমার দাস হবে হে দাশরণী ॥ ২ । আমার প্রাণ-পিঞ্জরের পার্থী গাওনারে । ব্ৰহ্ম-কল্পতরুমুলে বসেরে পাখী, বিভুগুণ গাও দেখি (গাও গাও) আর ধৰ্ম্ম, অর্থ, কাম, মোক্ষ, সুপক্ক ফল খাওনা রে ॥[Iv, ৩, ১ । ] নন্দন বাগানের প্রনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, “এই যে এর চক্ষু দিয়া ভেতরটা সব দেখা যাচ্ছে! সার্শির দরজার ভিতর যেমন ঘরের ভিতরকার জিনিষ সব দেখা যাচ্ছে।” শ্ৰীনাথ, যজ্ঞনাথ, এর নন্দন বাগানের ব্রাহ্মপরিবারভুক্ত। ইহাদের বাটীতে প্রতি বৎসর ব্রাহ্মসমাজের উৎসব হইত। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন । সন্ধ্যার পর ঠাকুরবাড়ীতে আরতি হইতে লাগিল। ঘরে ছোট খাটটিতে