পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"দক্ষিণেশ্বরে মাড়োফ্লারা ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ > I মাড়োরারী ভক্ত ও ব্যবসায়ে মিথ্যাকথা—রামনাম কীৰ্ত্তন I

  1. াড়োয়ারী ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্ত মিষ্টান্নাদি নেন , ফলাদি, তাল মিছরি ইত্যাদি । তাল মিছরিতে গোলাপ

ঠাকুর কিন্তু সেই সব জিনিষ প্রায় সেবা করেন না । বলেন, দন্তু মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয়। তাই উপস্থিত Aকথাচ্ছলে উপদেশ দিতেছেন। দেখ, ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে জী মন্দি আছে। নানকের গল্পে আছে-য়ে তিনি বল্লেন, ‘ %ন করতে গিয়ে দেখলুম যে সে সব রক্তমাখা হয়ে গেছে ? চ দিতে হয়। মিথ্য উপায়ে বোজগার করা জিনিষ দিতে ; ਉਾਂ ঈশ্বরকে পাওয়া যায় । * o “সৰ্ব্বদা তার নাম করতে হয়। কাজের সময় মনটা তার কাছে Iাখতে হয়। যেমন আমার পিঠে ফোড়া হয়েছে, সব কাজ কচ্ছি; ীি , , ফাড়ার দিকে রয়েছে। রাম নাম করা বেশ । যে রাম দশরথের আবার জগৎ o করেছেন? আর সর্বভূতে মাছেন ; আর অতি আছেন। অন্তরেবাহিরে।” *** * gf ওহি রাম দশরথকী বেটা, ওহি রাম ঘট টর্নেলে ওহি রাম জগং পশেরা, ওহি রাম সব যে নিয়ার।' W i

}
  • মতোন লভ্যস্তপস*হেষ আত্ম সম্যকৃঙ্গনেন ব্রহ্মচর্য্যেশ নিত্যমঁ। "
  • { মণ্ডকোপনিষৎ