পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ ১৮৮৩, ১৮ই ফেব্রু জাগ জাগ জননী, মূলাধারে নিদ্রাগত কতদিন গত হ’ল কুলকুণ্ডলিনী। গান শুনিয়া সমাধিস্থ । শরীর সমস্ত স্থির, হাতটি প্রসাদপাত্রের পি ছিল, চিত্রাপিতের স্থায় রহিল। ঋ - আর হইল না। পরে ভাবের কিঞ্চিৎ উপশম হইলে বলিতেছেন, “আমি নীচে যাব, ঘাব ।” ভক্ত র্তাহাকে অতি সস্তপণে নীচে লইয়া যাইতেছেন। এই সকালে নাম সঙ্কীৰ্ত্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল। রঞ্চ ও আসন পাতা রহিয়াছে । ঠাকুর এখনও ভাবাবিষ্ট ; ছে আসিয়া বসিলেন। গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন দীনভাবে বলিতেছেন, “বাবু, আর একবার মায়ের নাম শুল্ব।” . আবার গান গাহিতেছেন – * o,

r জাগ জাগ জননী

মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হ’ল কুলকুণ্ডলিনী । স্বকাৰ্য্যসাধনে চল মা শিরোমধ্যে, পরম শিব যথা সহস্রদলপদ্মে, করি ষটচক্র ভেদ ( মাগো ) ঘুচাও মনের খেদ, চৈতন্তরূপিণি। শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট।