পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 শ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ ১৮৮৩, ২২শে এপ্রিল i ব্রাহ্মভক্ত—তার তবে সংসার করবে ? শ্রীরামকৃষ্ণ—ই, তারা নিষ্কাম কৰ্ম্ম করবার চেষ্টা করবে। হাতে তেল মেথে কাঠাল ভাঙ্গবে। বড় মানুষের বাড়ীর দাসী সব কৰ্ম্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে ; এরই নাম নিষ্কাম কৰ্ম্ম। এরই নাম মনে ত্যাগ। ীে তোমরা মনে ত্যাগ করবে। সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ দুইই করবে। , [ৱন্ধভক্ত ও ভোগা-বাপি বীর লক্ষণ-বৈৰাগ্য বন্ধ হয়] অব ব্ৰহ্মভক্ত—ভোগান্ত কিরূপ? বং ঐরামকৃষ্ণ-কামিনীকাঞ্চন ভোগ। যে ঘরে আচার তেঁতুল আর জলের জাল, সে ঘরে বিকারের রোগী থাকলে মুস্কিল! টাকা কড়ি, মান, সন্ত্রম, দেহমুখ এই সব ভোগ একবার না হয়ে গেলে,-ভোগাস্ত না হলে—সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলত আসে না। ব্ৰহ্মভক্ত-স্ত্রী-জাতি খারাপ না আমরা খারাপ ? শ্রীরামকৃষ্ণ—বিদ্যা রূপিণী স্ত্রীও আছে, আবার অবিদ্যা-রূপিণী স্ত্রীও আছে। , স্ত্রী ভগবানের দিকে লয়ে যায়; আর অবিদ্যারূপিণী ঈশ্বরকে * * তৃবিয়ে দেয়। *a তে এই জগৎ সংসার। এই মায়ার ভিতর বিদ্যামার, পী"-ই আছে। বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, ভক্তি, "বাগ্য এই সব হয়। অবিদ্যা মায়—পঞ্চভূত আর ইঞ্জিয়ের বিষয়, ੋਸ, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস ; এরা ঈশ্বরকে য়ে দেয় ।” ব্ৰহ্মভক্ত-অবিদ্যাতে যদি অজ্ঞান করে, তবে তিনি অবিদ্যা করেছেন I o কৰ্ম্মণোবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতা—২৪৭ _யை_. দীপাৱাৰি যদ্বগ্নাসি যজুহোসি...কুরুত্ব মদৰ্পর্শম্। છીછી-8ાર૧