পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8也 ঐত্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ ১৮৮৩, ২২শে વહિન { নিগুৰ্ণ ব্ৰহ্ম ‘আবাত্মনসে গোচরম্—ত্রিগুণাতীতম ] শ্রীরামকৃষ্ণ—লবণপুত্তলিক সাগর মাপতে গিছিলো, ফিরে এসে আর খবর দিলে না। এক মতে আছে শুকদেবদি দর্শন স্পৰ্শন করেছিল, ডুব দেয় নাই।

  • আমি বিদ্যাসাগরকে বলেছিলাম, সব জিনিষ এটো হয়ে গেছে, কিন্তু ব্ৰহ্ম উচ্ছিষ্ট হয় নাই। * অর্থাৎ ব্রহ্ম কি, কেউ মুখে বলতে পারে নাই। মুখে বললেই জিনিঘটা এটো হয়। বিদ্যাসাগর পণ্ডিত, শুনে ভারি খুসি।”

কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে। বেশী উচ্চে উঠলে আর ফিরতে হয় না। যারা বেশী উচ্চেতে কি আছে, গেলে কিরূপ অবস্থা হয়, এই সব জানতে গিয়েছে, তারা ফিরে এসে আর খবর দেয় নাই।” তাকে দর্শন হ’লে মাছুষ আনন্দে বিহ্বল হয়ে যায়, চুপ t হয়ে যায়। খবর কে দেবে ? বুঝাবে কে ?”

  • সাত দেউড়ির পর রাজা । প্রত্যেক দেউড়িতে এক একজন মহা ঐশ্বৰ্য্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউড়িতেই শিয্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা ! গুরুও বলছেন, না ; নেতি লেতি । সপ্তম দেউড়িতে গিয়ে, যা দেখলে, একবারে অবাক! : আনন্দে বিহ্বল। আর জিজ্ঞাসা করতে হ’ল ন, ‘এই কি রাজা ? দেখেই সব সংশয় চলে গেল।” . g

আচাৰ্য্য-আজ্ঞে ই, বেদান্তে এইরূপই সব আছে। : প্রীরামকৃষ্ণ—যখন তিনি স্বষ্টি, স্থিতি, প্রলয় করেন তখন তাকে সগুণ ব্ৰহ্ম, জাম্ভাশক্তি বলি। যখন তিনি তিন গুণের অতীত তাকে নিগুৰ্ণ ব্ৰহ্ম, বাক্য মনের অতীত, বলা যায় ; পরব্রহ্ম।

  • মানুষ তার মায়াতে পড়ে স্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বৰ্য্যের অধিকারী তা ভুলে যায়। র্তার মায়া ত্রিগুণময়ী। এই তিন গুণই ডাকাত, সৰ্ব্বস্ব হরণ করে ; স্বরূপকে ভুলিয়ে দেয়। সত্ত্ব, রজঃ, তমঃ তিন
  • উচ্ছিষ্ট হয় নাই—অচিন্ত্যম্ অব্যপদেপ্তম্ অদ্বৈতম। মাণ্ডুক্য উপনিষৎ ।

+ যতো বাচো নিবৰ্ত্তস্তে অপ্রাপ্য মানস সহ । তৈত্তীরীয় উপনিষৎ, ব্ৰহ্মানন্দবল্পী । * ছিনান্তে সৰ্ব্বসংশয়ঃ তন্মিন দৃষ্টি পরাবরে। মুণ্ডক উপনিষৎ—২২৮