পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ (to গ্রীরামকৃষ্ণ জগন্মাতার নামকীৰ্ত্তনালনে ঠাকুর ভাবাবেশে গান গাহিতেছেন— কীৰ্ত্তন ১ । সদানন্দময়ী কালী ( মহাকালের মনোমোহিনী ) তুমি আপন মুখে আপনি নাচ মা আপনি দাও মা করতালি। আদিভূত সনাতনী শূন্তরূপ শশিভালি ব্ৰহ্মাও ছিল না যখন (তুই) মুণ্ডমালা কোথায় পেলি ! সবে মাত্ৰ তুমি মা যন্ত্রী, আমরা তোমার তন্ত্ৰে চলি যেমন করাও তেমনি করি মা যেমন বলাও তেমলি বলি । নিগুণে কমলাকাস্ত, দিয়ে বলে মা গালাগালি । সৰ্ব্বনাশী ধর অসি ধৰ্ম্মাধৰ্ম্ম দুটো-খেলি ! ২। আমার মা ত্বং হি তারা তুমি ত্রিগুণধরা পরাৎপর। আমি জানি মা ও দীনদয়াময়ী তুমি দুৰ্গমেতে ছখহর । তুমি সন্ধ্যা তুমি গায়ী, তুমি জগদ্ধাত্রী, গে। মা তুমি অকুলের ত্রাণকত্রী সদাশিবের মনোহর । তুমি জলে তুমি স্থলে তুমি আদ্য মূলে গো মা ? আছ ধৰ্ম্মঘটে অর্ঘ্যপুটে সাকার আকার নিরাকারা। ৩। গোলেমালে মাল রয়েছে, গোল ছেড়ে মাল বেছে নাও । ৪ । মন চলে যাই, আর কাজ নাই, তারার ও তালুকে রে। ৫ । পড়িয়ে ভবসাগরে, ডোবে মা তন্থর তরী, 亨 মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী। ৬ । মায়ে পোয়ে দুটো দুখের কথা কব । কারুর হাতির উপর ছই, কারু চি ড়ের উপর খাস দই । ঐরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, “সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভাল নয়। আনন্দ চাই। যাদের অন্নাভাব, তারা দুদিন বরং উপোস করতে