পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* কলিকাতায় বলরাম ও অধরের বাটীতে স্ত্রীরামকৃষ্ণ Q (o দিয়ে কি দেখাচ্ছে। রূপ টুপ সব উড়ে গেল। তা মা মানুষ তো কেবল খোলটা বইত নয়। চৈতন্ত তোমারই । “মা, ইদানীং ব্ৰহ্মজ্ঞানীরা মিষ্টরস পায় নাই। চোখ শুকন, মুখ শুকন ৷ প্রেমভক্তি না হলে কিছুই হোলো না ।” t “মা তোমাকে বলেছিলাম, একজনকে সঙ্গী করে দাও, আমার মত। তাই বুঝি রাখালকে দিয়েছ ।” [ অধরের বাটীতে হরি কীৰ্ত্তনানন্দে ] ঠাকুর অধরের বাড়ী আসিয়াছেন। মনোহরদাই কীৰ্ত্তনের আয়োজন । হইতেছে। - অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন। শ্রীরামকৃষ্ণ ( ভক্তদের প্রতি )–সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা । তিনিই সংসারে অজ্ঞান করে রেখেছেন ; আবার তিনি ইচ্ছা করে যখন go Wuh قياسية في ఫ్లైట్ల ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে। প্লট row, ք-Վ “যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন। আবার তাকে পাৰার জন্য ব্যাকুলত করে দেন।” প্রতিবেশী—মহাশয়, কি রকম ব্যাকুলতা ? η স্ত্রীরামকৃষ্ণ—কৰ্ম্ম গেলে কেরাণীর যেমন ব্যাকুলত হয় । সে যেমন রোজ আফিসে আফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে হ্যাগ কোনও কুখখালি হয়েছে। ব্যাকুলত হলে ছটফট করে ; কিসে ঈশ্বরকে পাব। " * *গোপে চাডা, পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিনুচ্ছেদ, কোন ভাবনা নেই এরূপ অবস্থা হইলে ঈশ্বর লাভ হয় না।” o * প্রতিবেশী—সাধুসঙ্গ হলে এই ব্যাকুলত হতে পারে ? স্ত্রীরামকৃষ্ণ—ই হতে পারে ; তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু । চার ধাম করে এল, তবু যেমন তেতো তেমনি তেতো ! এইবার কীৰ্ত্তন আরম্ভ হইয়াছে। গোস্বামী কৃষ্ঠুহাস্তরিত গাইতেছেন।