পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●Wデ শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ ১৮৮৩, ১০ই জুন, “কোনখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে, তা বসে বসে শুনতুম। তবে যদি ঢং করে পড়ত, তাহলে তার নকল ক’রতুম, আর অন্ত লোকদের শুনাতুম।” “মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম। তাদের কথা, সুর নকল করতুম। কড়েরগড়ী বাপকে উত্তর দিচ্ছে ‘যা-ই ।” বারাণ্ডায় মাগীরা ডাকছে, ও তোপসে মাছওলা !’ নষ্ট মেয়ে বুঝতে পারতুম। বিধবা সোজা সিতে কেটেছে, আর খুব অকুরাগের সহিত গায়ে তেল মাখছে । লজ্জা কম, বসবার রকমই আলাদা ।” “থাক বিষয়ীদের কথা ।” -s - রামলালকে গান গাহিতে বলিতেছেন। শ্ৰীযুক্ত রামলাল গান গাহিতেছেন— ১ । কে রণে নাচিছে বামা নীরদ বরণী, শোণিত সায়রে যেন ভাসিছে নব নলিনী । এইবার রামলাল রাবণ বধের পর মন্দোদরীর বিলাপ গান গাহিতেছেন—. ২ । কি করলে হে কান্ত | অবলারি প্রাণ কান্ত, হয় ন| তাহা শাস্ত, এ প্রাণাস্ত বিনে । ( হ’য়ে ) কৰ্ত্ত কনক-রাজ্যে, আজ যে ধরাশয্যে এ দেখে তোমার ভার্য্যে ধৈর্য্য হয় কেমনে। ( ও ) যার যম করে দাসত্ব, এমি আধিপত্য স্বৰ্গ মৰ্ত্ত মাঝে কারু দেখিনে— ইন্দ্রাদিরও ঠাকুরাণী, তোমার আজ সে রাণী হলাম কাঙালিনী এখন এ ভুবনে । নবীন জটাধারী, বিপিন বিহারী সব হারালে তায় মনুষ্যজ্ঞানে । (ও) যার পদ অভিলাষী, ঈশান শ্মশানবাসী ব্ৰহ্মা অভিলাষী সেই রতনে—