পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, 蘇" Q8 শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত-৫ম ভাগ .t:১৮৮৩, ২৫শে জুন शृॉग्न ! p “অণিমাদি—এসব কামনা । কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন,—ভাই অণিমাদি সিদ্ধাই, একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না ; একটু শক্তি বাড়তে পারে। তান্ত্রিক ভক্ত—আজ্ঞে, তান্ত্রিক ক্রিয়া, আজকাল কেন ফলে না ? শ্রীরামকৃষ্ণ-সৰ্ব্বাঙ্গীন হয় না ; আর ভক্তিপূৰ্ব্বক হয় না ; তাই ফলে না। এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন। বলিতেছেন, ভক্তিই সার } .ঠিক ভক্তের কোন ভয় ভাবনা নাই। মা সব জানে। বিড়াল ইঁদুরকে ধরে এক রকম ক’রে ; কিন্তু নিজের ছানাকে অপর এক রকম ক’রে ধরে । দ্বিতীয় পরিচ্ছেদ शीघ्नांशद्भश्ः दलद्गांशद्ग भमिरव्र, রাখাল, মাষ্টার প্রভৃতি সঙ্গে ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের বাটীতে শুভাগমন করিয়াছেন। মাষ্টার কাছে বসিয়া আছেন ; রাখালও আছেন। ঠাকুরের ভাবাবেশ হইয়াছে। আজ জ্যৈষ্ঠ-কৃষ্ণ-পঞ্চমী ; সোমবার ১২ই আষাঢ়, ২৫শে জুন, ১৮৮৩ খৃঃ अ:, বেলা প্রায় ৫টা হইয়াছে। ঐরামকৃষ্ণ ( ভাবাবিষ্ট )—দেখ আস্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায় ! কিন্তু যতটুকু বিষয় ভোগের বাসনা থাকে, ততটুকু কম পড়ে যায়। মাষ্টার—আজ্ঞা আপনি যা বলেন, বাপ দিতে হয়। জীরামকৃষ্ণ (আনন্দিত হইয়া)—ইয়। ! সকলে চুপ করিয়া আছেন, ঠাকুর আবার কথা কৃহিতেছেন। ঐরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি)-খে, সকলেরই আদর্শন হতে পারে। تیه “শুদ্ধা-ভক্তি, কোন কামনা থাকবে না সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া المصيص