পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নানাভাবে গ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে । , 42 অভয় পদে প্রাপ্ত সঁপেছি, ' ' আমি আর কি যমের ভয় রেখেছি! : কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি! আমি দেহু বেচে ভবের হাটে, শ্ৰীদুৰ্গা নাম কিনে এনেছি। কালীনাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। এবার শমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। দেহের মাঝে ছজন কুজন, তাদের ঘরে দূর করেছি। আমি জয়দুর্গা শ্ৰীদুৰ্গা বলে যাত্রা করে বসে আছি। . .” ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট, দাড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন। ঠাকুর আঁধর দিতেছেন, "ওম, রাখ মা।” আঁখর দিতে দিতে একবারে সমাধিস্থ। বাহ শূন্ত, নিম্পন! দাড়াইয়া আছেন। আবার গায়ক গাছিতেছেন— g সমর আলো করে কার কামিনী সজল-জলদ জিনিয়া কায় দশনে প্রকাশে যামিনী । ঠাকুর আবার সমাধিস্থ। !. গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে। কোন কোন ভূক্ত অন্তঃসার ফল্গুনী, উপরে ভাবের কোন প্রকাশ নাই, এসব কাওঁ হইতেছে। - * ~ *