পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অধরের বাটী, শক্তি ও ব্রহ্ম উপাসনা প্রসঙ্গে ঈশান প্রভৃতি সঙ্গে ৮৫ 甦 : 酶: স্ত্রীরামকৃষ্ণ—আর আত্মজ্ঞান হ’লে জাতিভেদ থাকে না, সেই কথাটি ?" ঈশান—কাশীতে গঙ্গাস্নান ক’রে শঙ্করাচার্ষ্য সিড়িতে উঠছেন,—এমন : সময় কুকুরপালক চণ্ডালকে সামনে দেখে বললেন, এই তুই আমায় ছুলি । চণ্ডাল বললে, ঠাকুর, তুমিও আমায় ছোও নাই—আমিও তোমায় ছুই নাই ; R আত্মা সকলেরই অন্তৰ্য্যামী আর নির্লিপ্ত। সুরাতে স্বৰ্য্যের প্রতিবিম্ব আর. গঙ্গাজলে স্বৰ্য্যের প্রতিবিম্ব এ দু’য়ে কি ভেদ আছে ? * .معے শ্রীরামকৃষ্ণ (সহাস্তে )—আর সেই সমন্বয়ের কথা ? সব মত দিয়েই *ಷ್ಣ পাওয়া যায় ? + . . &.” ঈশান (সহস্তে )—হরি-ছরের এক ধাতু, কেবল প্রত্যয়ের ভেদ । যিনিই হরি তিনিই হর। বিশ্বাস থাকলেই হ’লে । 氧 স্ত্রীরামকৃষ্ণ (সহস্তে ) –আর সেই কথাটি—সাধুর হৃদয় সকলের চেয়ে । ঈশান (সহস্তে )—সকলের চেয়ে বড় পৃথিবী, তার চেয়ে বড় সাগর তার চেয়ে বড় আকাশ। কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গমর্ত্য, পাঞ্জল, ” ত্রিভুবন অধিকার করেছিলেন। সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে ! তাই । সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। এই সকল কথা শুনিয়া ভক্তেরা আনন্দ করিতেছেন। م

  • সৰ্ব্বভুতস্থমাত্মানং সৰ্ব্বভূতানি চাত্মানি ।

ঈক্ষতে যোগযুক্তাত্মা সৰ্ব্বত্র সমদৰ্শনঃ । গীতা—৬, ২৯ * যে তথা মাং প্ৰপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম গীতা—৪,১১