পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত। -...satu samseoras": بہ ہر جسمیہ’’ :O*۔۔-س-ء س--بسم ، صہ ب =속==F = <e 1 ーち字 C)も丹ーーー দক্ষিণেশ্বর কালীবাড়াতে শ্ৰীযুক্ত অমৃত, শ্ৰীযুক্ত ত্ৰৈলোক্য প্রভৃতি ব্রাহ্মভক্তের সহিত কথোপকথন । ماه - بیت- جدی: ق . م هستند. 29th, \t A RC H, 188 ;. প্রথম পরিচ্ছেদ । { ‘সমাধি-মন্দিরে।’ ] ফাস্তুনের কৃষ্ণাপঞ্চমী তিথি, বৃহস্পতিবার ১৬ই চৈত্র । ইংরাজী ২১শে マt5 >brbペ খৃষ্টাব্দ | মধ্যাহ্নে ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিং বিশ্রাম করিতেছেন । দক্ষিণেশ্বর কালিবাড়ীর সেই পূৰ্ব্বপরিচিত ঘর । সম্মুখে পশ্চিমদিকে গঙ্গা ! চৈত্রমাসের গঙ্গা । বেলা দুইটার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে । ভক্তের কেহ কেহ আসিয়াছেন। তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্ৰীযুক্ত অমৃত ও মধুরকষ্ঠ ঐযুক্ত ত্ৰৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্মসমাজে ভগবল্লীলাগুণগান করিয়া আবালবৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন ৷ রাখালের অসুখ হইয়াছে । এই কথা ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন । " من ... ঐরামকৃষ্ণ। এই দেখ রাখালের অস্থথ হইয়াছে । সোডা খেলে কি ভাল হয় গা ? কি হবে বাপু ! রাখাল, তুই জগন্নাথের প্রসাদ খা । ” এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অদ্ভূত ভাবে ভাবিত হইলেন। বুৰি দেখিতে লাগিলেন, তাহার সম্মুখে রাখাল রূপে সাক্ষাং নারায়ণ বালকের দেহ ধারণ করে এসেছেন। এদিকে কামিনীকাঞ্চনত্যাগী শুদ্ধআত্মা বালকভক্ত রাখাল—অপরদিকে ঈশ্বরপ্রেমে অহরহঃ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু, সহজেই বাৎসল্যভাবের উদয় হইল ; পরমহংসদেব সেই বালক রাখালকে