পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| স্ত্রীরামকৃষ্ণকথামৃত । [১৮৮৩, ২৯ মার্চ। واصين میعات گاه a ناحیه گیجه گیری AMAMAMMAMMAMAMAMAMAeeeSAeSAASAASAAAS به دستساسانیان سیاسی خیابی به مسیحیتهایی هیاتحاد মনটা মা হয়, তা হ’লে ক্রমে সৰ্ব্বনাশ হয়। মিথ্যা ব’লতে বা ক’বৃতে ক্রমে ভয় ভেঙ্গে যায় । তার চেয়ে সাদা কাপড় ভাল। মনে আসক্তি, মাঝে মাঝে পতনও হচ্চে আর বাহিরে গেরুয়া ! বড় ভয়ঙ্কর ! ** AL { মিথ্যা ও নববৃন্দাবন নাটক । ] “এমন কি, যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভাল নয় । কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গিছিলাম। কি একট আনলে, ক্রস ( Cross ) আবার জল ছড়াতে লাগলো ; বলে শাস্তিজল । এক জন দেখি, মাতাল সেজে মাতলামি ক’বৃছে ” একজন ব্রাহ্মভক্ত। কু—বাৰু। ঐরামকৃষ্ণ । ভক্তের পক্ষে ও রূপ সাজাও ভাল নয় ও সব বিষয়ে মন অনেক ক্ষণ রাখায় দোষ হয় । মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে, সেই রঙ হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রঙ ধ’রে যাবে ।

  • আর এক দিন নিমাইসন্ন্যাস কেশবের বাড়ীতে দেখতে গিছিলাম । যাত্ৰাটী কেশবের কতকগুলো খোসামুদে শিস্য জুটে খারাপ করেছিল । একজন কেশবকে ব’ল্পে, ‘কলির চৈতন্য হ’চ্ছেন আপনি ; কেশব আবার আমার দিকে চেয়ে হাসতে হাসতে ব’ল্পে, তা হলে ইনি কি হলেন ? আমি ব’ল্লুম, “আমি তোমাদের দাসের দাস। রেণুর রেণু কেশবের লোকমান্ত হ’বার ইচ্ছা ছিল ।

U. - { নিত্যসিদ্ধ ও রাগভক্তি । ] ত্রীরামকৃষ্ণ ( অমৃত ও ত্ৰৈলোক্যের প্রতি ) ৷ নরেন্দ্র, রাখাল টাখাল এই সৰ ছোক্রা এরা নিত্যসিদ্ধ, এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধন ক’রে একটু ভুক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালবাস। যেন পাতালফোড়া শিব ;—বসান শিব নয় । . “নিত্যসিদ্ধ একটা থাক আলাদা । সব পার্থীর ঠোটু বাকী নয় । এর! কখনও সংসারে আসক্ত হয় না । যেমন প্ৰহলাদ । -- “সাধারণ লোক সাধন করে ; ঈশ্বরে ভক্তিও করে । আবার সংসারেও জাসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বলে ; আবার বিষ্ঠাতেও বসে সকলে স্তন্ধ }। “নিত্যসিদ্ধ যেমন মৌমাছি, কেৰল ফুলের উপর বসে মধুপান করে। নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে মায় না । ।