পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে। মণিমল্লিক, গোবিন্দ প্রভৃতি সঙ্গে । ৮৯

  • * * * * *

o هب هو عماد عديد هم به مه57 - - ه প্রবেশদ্বার পর্য্যন্ত । পরমহংসদেবের ঘরের কোলে দুএকটি কৃষ্ণচুড়ার গাছ । নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও পদ্ম করবী । ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে ‘পিটার জলমধ্যে ডবিতেছেন ও যীশু তার হাত ধরিয়া তুলিতেছেন, সে ছবিখানিও আছে। আর একটা বুদ্ধদেবের প্রস্তরময়ী মূৰ্ত্তীও আছে । তক্তপোষের উপর তিনি উত্তরাস্ত হইয়া বসিয়া আছেন। ভক্তের মেজের উপর কেহ মাদুরে কেহ আসনে উপবিষ্ট । সকলেই মহাপুরুষের আনন্দমূৰ্ত্তি একদৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতিদূরে পোস্তার পশ্চিম গা দিয়া পৃতসলিলা -গঙ্গ; দক্ষিণবাহিনী হইয় প্রবাহিত হইতেছিলেন । বর্ষাকালে খরস্রোত যেন সাগর সঙ্গমে পহুছিবার জন্য কত ব্যস্ত । পথে কেবল একবার মহাপুরুষের ধ্যানমন্দির দর্শন স্পৰ্শন করিয়া চলিয়া যাইতেছেন । z শ্ৰীযুক্ত মণিমল্লিক একটা পুরাতন ব্রাহ্মভক্ত। বয়স যাট পয়ষট্টি হইহে । তিনি কিছুদিন পূৰ্ব্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন । আজ ঠাকুরকে দশন করিতে আসিয়াছেন ও র্তাহাকে কাশী-পৰ্য্যটন বৃত্তান্ত বলিতেছেন । [ জ্ঞানযোগ ও ‘নির্বাণ’ মত । ] মণিমল্লিক । আর একটী সাধুকে দেখলাম । তিনি বলেন ইন্দ্রিয়সংষম না হ’লে কিছু হবে না। শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে ? শ্রীরামকৃষ্ণ । এদের মত কি জান ? আগে সাধন চাই ; শম দম তিতিক্ষ চাই । এর নির্বাণের চেষ্টা ক’রছে। এর বেদান্তবাদী, কেবল বিচার করে ‘ব্রহ্ম সত্য, জগৎ মিধ্যা’ । বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হ’লে তুমিও মিথ্য, যিনি ব’লছেন তিনিও মিথ্যা, তার কথাও মিথ্যা, স্বপ্লবৎ । বড় দূরের কথা । “কি রকম জান ? যেমন কপূর পোড়ালে কিছুই বাকী থাকে না । কাঠ, পোড়ালে তবু ছাই বাকী থাকে ! শেষ বিচারের পর সমাধি হয়। তখন ‘আমি "তুমি জগৎ এ সবের খবর থাকে না। পণ্ডিত পদ্মলোচন ও জ্ঞানযোগ । ] “পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা, মা, কর্তুম, তবু আমায় খুব মানতো। পদ্মলোচন বৰ্দ্ধমানের রাজার সভাপণ্ডিত ছিল । কলিকাতায় এসেছিল, এসে কামারহাটীর কাছে একটী বাগানে ছিল । আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হ’লো। হৃদেকে পাঠিয়ে দিলুম জানতে, অভিমান আছে কি ন? শুনলাম পণ্ডিতের অভিমান নাই। আমার সঙ্গে দেখা হ’লো। এতে জ্ঞানী আর পণ্ডিত, তবু জামার মুখে রামপ্রসাদের গান শুনে কাল্লা ! কথা