পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে। মণিমল্লিক, গোবিন্দ প্রভৃতি সঙ্গে । >> MM AM MeMAMSeeM AAAAS AAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAMMMMS AAAA S S SMSMSMSM MMMM MMSeeeS S AAS AA AAAAMMAA AMS SSMMM SMMAMMAMMMSAASAASAASAAMS * * স্ত্রীরামকৃষ্ণ। সে অনেক দূরের কথা। দয়া সত্ব গুণ থেকে হয়। সত্ত্বগুণে পালন, রজোগুণে স্বষ্টি, তমোগুণে সংহার। কিন্তু ব্ৰহ্ম गसङ्गञ्जष्ठभ: ङिनः গুণের পার। প্রকৃতির পার। । - “যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পছছিতে পারে না। চোর যেমন ঠিক যায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সৰৱজন্তম ভিন গুণই চোর। একটা গল্প বলি ७नं । - “একটী লোক বনের পথ দিয়ে যাচ্ছিল । এমন সময়ে তাকে তিন জন ডাকাতে এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর ব’রে আর এ লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাড়া দিয়ে কাটতে এলো। তখন আর একজন চোর ব’ল্লে, না হে কেটে কি হবে ? একে হাতপ বেধে এখানে ফেলে যাও। তখন তাকে স্থাত পা বেঁধে ঐখানে রেখে চোরের চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এলে ব’লে, स्वiट्।, তোমার কি লেগেছে ? এসে আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটা বল্লে, ‘আমার সঙ্গে সঙ্গে এসে, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বল্পে, এই রাস্ত ধরে যাও, ঐ তোমার বাড়ী দেখা যাচ্ছে । তখন লোকটী চোরকে ব’ল্লে, মশাই আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আস্থন, আমার বাড়ী পর্য্যস্ত যাবেন ।" চোর কল্পে না, আমার ওখানে যাবার যে নাই, পুলিশে টের পাবে' ' “সংসারই অরণ্য। এই বনে সত্বরজস্তম তিন গুণ ডাকাত, জীবের তত্ত্ব: জ্ঞান কেড়ে লয়। তমোগুণ জীবের বিনাশ করতে যায়। রজোগুণ সংসারে বদ্ধ করে। কিন্তু সত্বগুণ রজস্তম থেকে বাচায়। সত্বগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এই সব তমোগুণ থেকে রক্ষ হয়। সত্বগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে। কিন্তু সত্ত্বগুণও চোর, তত্বজ্ঞান দিতে পারে না । কিন্তু, সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়। দিয়ে বলে, ঐ দেখ তোমার বাড়ী ঐ দেখা যায় ! যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্বগুণও অনেক দূরে। । } “ব্রহ্ম কি, তা মুখে বলা যায় না। যার হয় সে খবর দিতে পারে না। s | একটা কথা আছে, কালাপানিতে গেলে জাহাজ আর ফিরে না। . - “চার বন্ধু ভ্ৰমণ করতে ক’বৃতে পাচীলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে । খুব উচু পাচীল । ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উংস্থক হ’ল। পাচীল বেয়ে একজন উঠলো। উকি মেরে যা দেখলে তাতে আবাকু হয়ে “হ।