পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত। _ معاص-جسمے ہے۔ بـحہب تصحیہ سمس جی -- حئ --محمۃ محبت ترکستعصمس--سم 0 L് അമ്മ-ത്തേ ঠাকুর ত্রীরামকৃষ্ণের সিন্দুরিয়াপটী ব্রাহ্মসমাজে গমন ও শ্ৰীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতির সহিত কথোপকথন । 26th NOVEMI; ER, 1883. প্রথম পরিচ্ছেদ । [ ‘সমাধি-মন্দিরে । ] কাত্তিক মাসের কৃষ্ণ একাদশী তিথি। ইংরাজী ২৬শে নভেম্বর, ১৮৮৩ গ্রীষ্টাব্দ। শ্ৰীযুক্ত মণি মল্লিকের বাটীতে সিন্দুরিয়াপটী ব্রাহ্মসমাজের অধিবেশন হইত। বাড়ীট চিৎপুর রোডের উপর ; পূৰ্ব্বধারে হ্যারিসন রোডের চৌমাথ – যেখানে বেদান, পেস্ত, আপেল এবং অন্যান্য মেওয়ার দোকান আছে, সেখান হইতে কয়েক খানি দোকানবাড়ীর উত্তরে । সমাজের অধিবেশন রাজপথের পাশ্ববৰ্ত্তী কুতলার হলঘরে হইত। আজ সমাজের সাম্বৎসরিক ; তাই ত্রযুক্ত মণিলাল মল্লিক মহোৎসব করিয়াছেন। উপাসনাগৃহ আজ আনন্দপূর্ণ, বাহিরে ও ভিতরে হরিং বৃক্ষপল্লবে, নানাপুষ্প ও পুষ্পমালায় স্থশোভিত। গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়৷ প্রতীক্ষা করিতেছেন, কখন উপাসনা হইবে। গৃহমধ্যে সকলের স্থান হয় নাই, অনেকেই পশ্চিমদিকের ছাদে বিচরণ করিতেছেন, বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাঠাসনে উপবিষ্ট হইয়াছেন। মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয় গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সদ্ধার পূৰ্ব্ব হইতেই রান্ধ ভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন। তাহার। আঞ্জ একটা বিশেষ উৎসাহে উৎসাহান্বিত । আজ শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ পরম