পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সি ছুরিয়াপটী ব্রাহ্মসমাজ দর্শন। বিজয়াদি সঙ্গে । ১০৭ হংসদেবের শুভাগমন হইবে । ব্রাহ্মসমাজের নেতৃগণ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালবাসেন, তাই তিনি ব্রাহ্ম ভক্তদের এত প্রিয়। পরমহংসদেব হরিপ্রেমে মাতোয়ার ; তাহার প্রেম, তাহার জলন্ত বিশ্বাস, র্তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য তাহার ব্যাকুল হইয়৷ ক্ৰন্দন, তাহার মাতৃজ্ঞানে স্ত্রীজাতির পূঞ্জ, তাহার বিষয় কথাবর্জন ও তৈল-ধার তুল্য নিরবচ্ছিন্ন ঈশ্বর-কথাপ্রসঙ্গ, তাহার সৰ্ব্বধৰ্ম্ম-সমন্বয় ও অপর ধৰ্ম্মে বিদ্বেষভাবলেশশূন্যতা, তাহার ঈশ্বরভক্তের জন্য রোদন,–এই সকল ব্যাপার ব্রাহ্মভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছে। তাই আজ অনেকে বহুদূর হইতে র্তাহার দর্শন লাভার্থে আসিয়াছেন । শিবনাথ ও সত্যকথা । ] উপাসনার পূৰ্ব্বে শ্রীরামকৃষ্ণ, শ্ৰীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্মভক্তদের সহিত সহাস্য বদনে আলাপ করিতে লাগিলেন। সমাজগৃহে আলে৷ জাল হইল, অনতিবিলম্বে উপাসনা আরম্ভ হইবে । পরমহংসদেব বলিলেন, “হ্যাগ, শিবনাথ আসবে না ?” একজন ব্রাহ্ম- . ভক্ত বলিলেন, “ন, আজ র্তার অনেক কাজ আছে, আসতে পারবেন না।” পরমহংসদেব বলিলেন, “শিবনাথকে দেখলে আমার বড় আনন্দ হয়, যেন ভক্তিরসে ডুবে আছে ; আর যাকে অনেকে গণে মানে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। তবে শিবনাথের একটা ভারি দোষ আছে-- কথার ঠিক নাই। আমাকে বলেছিল যে, একবার ওখানে (দক্ষিণেশ্বরের কালীবাটীতে ) যাবে, কিন্তু যায় নাই, আর কোন খবর ও পাঠায় নাই ; ওটা ভাল নয়। এই রকম আছে যে, সত্য কথাই কলির তপস্যা । সত্যকে অ্যাট করে ধীরে থাকলে ভগবান লাভ হয়। সত্যে অাট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়ে যায়। আমি এই ভেবে, যদিও কখন বলে ফেলি যে বাহে যাব, যদি বাহে নাও পায় তবুও একবার । গাড় টা সঙ্গে ক’রে ঝাউতলার দিকে যাই। ভয় এই–পাছে সত্যের অর্টি । যাম ; আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে ক'রে বলেছিলাম, , ‘ম ! এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধাভক্তি দা ? মা ; এই নাও তোমার শুচি, এই না ও তোমার অশুচি, আমায় শুদ্ধাভক্তি দী ও মা ; এই নাও তোমার ভাল, এই না ও তোমার মন্দ, আমার শুদ্ধাভক্তি