পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎽᎼ > শ্ৰী শ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৩, ২৬ নবেম্বর । ভাণ্ডারার গল্প করছেন। বলছেন, “আরে, ও বাবুনে লাখে। রূপেয় খর কিয়া ; সাধু লোকুকে বহুৎ খিলায়া—পুরী, জিলেবী, পেড়া, বরফ, মালপুয়া ; বহুং, চিজ তৈয়ার কিয়াথা ।” ( সকলের হাস্য :) । - o বিজয় । আজ্ঞা হ। গয়ায় ঐ রকম সাধু দেখেছি! গয়ার লোটাওয়ালা সাধু। ( সকলের হাস্ত ) । । * - { প্রেম , কৰ্ম্মত্যাগ । ] শ্রীরামকৃষ্ণ (বিজয়ের প্রতি ) ( ঈশ্বরের প্রতি প্রেম আসলে কৰ্ম্মত্যাগ আপনি হয়ে যায়। যাদের ঈশ্বর কৰ্ম্ম করাচ্ছেন, তার করুক। তোমার এখন সময় হয়েছে ;–সব ছেড়ে তুমি বলে, “মন তুই স্বাখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে ।” - - এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্ঘ্য বর্ষণ করিতে করিতে গান গাইলেন – শ্ৰতনে হৃদক্সে রেখে আদরিণী স্যাম মাকে। _ মন তুই দ্যাখ, আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে । কামাদিরে দিয়ে ফাকি, আয় মন বিরলে দেখি, . ... " রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে । , ( মাঝে মাঝে সে যেন মা ব’লে ডাকে )। । কুরুচি কুমন্ত্ৰী যত, নিকট হতে দিওনাকে, । জ্ঞান নয়নকে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। " (খুব যেন সাবধানে থাকে ) । । 3. স্ত্রীরামকৃষ্ণ (বিজয়ের প্রতি )। ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জ, ভয়, এ সব ত্যাগ কর। আমি হরিনামে যদি নাচি, লোকে আমায় কি ব’লবে’,—এ সব ভাব ত্যাগ কর। * . - ് o { লজ্জা, ঘৃণা, उष्ठ । } , - ‘. . . “লজ্জা, ঘৃণা, ভয়, তিন থাকতে নয়।” লজ, ঘৃণা, ভয়, জাতি অভিমান, জীবের এ সব পাশ। এ সব গেলে তার সংসার হতে মুক্তি হয় । পাশবন্ধ জীব, পাশমুক্ত শিব। ভগবানের প্রেম—দুলভ জিনিস। প্রথমে, স্ত্রীর যেম্ন স্বামীতে নিষ্ঠা আছে, সেইরূপ নিষ্ঠ ঈশ্বরেতে হয়; তবেই ভক্তি হয়। শুদ্ধাভক্তি হওয়া বড় কঠিন। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হবে। so “তার পর ভাব। ভাবেতে মানুষ অবাকু হয়। বায়ু স্থির হ’য়ে शांब ।, - - - --- جمع= AAS AA SAASAASS AASAASAASAASAASAASAAAS د ٫ید به ه، یعی به عمههحه حمیرr--- _