পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ Σ Ψ শ্ৰী শ্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮৩, ২৮ নভেম্বর। SS S SSAAA ASASASS JYA AAAA AAAA AAAA AAAAS AAAAA AAAASeC HHS SC করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে ;–আমার কি হইবে ? অামারও ইচ্ছ। করে, নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি ! ঠাকুর জীরামকৃষ্ণকে দেখি আর ভাবি, আমি কি করিতেছি ! ইনি রাতদিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন ; আর আমি ? রাতদিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি ! ! একমাত্র ईशब्रहे जर्मन যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতিঃ । এখন জীবন সমস্ত কিরূপে পূরণ করিতে হইবে ? “ইনি তো নিজে ক’রে দেখালেন। তবে, এখনও সন্দেহ ?” “ভেঙ্গে বালির বাধ, পূরাই মনের সাধ ” সত্য কি “বালির বাধ’ ? যদি তার উপর সেরূপ ভালবাসা আসে, তাহলে আর হিসাব আসবে না , যদি জোয়ার গাঙ্গে জল ছুটে, তাহা হ’লে কে রোধ করবে ? যে প্রেমোদয় হওয়াতে শ্ৰীগৌরাঙ্গ কেীপীন ধারণ ক’রেছিলেন, যে প্রেমে ঈশা অনন্তচিন্ত হ’য়ে বনবাসী হয়েছিলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ ক’রে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, তাহা হ'লে এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে ! - - “আচ্ছ। যারা ছুৰ্ব্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব স্বাদের পায়ে মায়ার বেড়ী, তাদের কি উপায় ? দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন ?” z * - ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন। ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্তসঙ্গে উপবিষ্ট-সম্মুখে জয়গোপাল, তাহার আত্মীয়েরা ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। তিনিই অগ্রণী হইয়া কথারম্ভ করিলেন । জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও ছিলেন । { গৃহস্থাশ্রম ও শ্রীরামকৃষ্ণ : - বৈকুণ্ঠ । আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। 4 " *ళ్క স্ত্রীরামকৃষ্ণ। তাকে জেনে,—এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে, আর এক হাতে সংসারের কার্য্য কর। - বৈকুণ্ঠ। মহাশয়! সংসার কি মিথ্য ? হাঃ - . & শ্রীরামকৃষ্ণ । যতক্ষণ র্তাকে না জানা যায়, ততক্ষণ মিথ্য। তখন র্তাকে ভুলে, মাছুর আমার’ ‘আমার করে। আর মায়ায় বদ্ধ হয়ে, কামিনী AA AA ASASASJJMMAMAA Ae eMMS MMS