পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরামকৃষ্ণকথামৃত। চাকুর খ্রীরামকৃষ্ণ কে - সংক্ষিপ্ত চরিতামৃত । ঠাকুরের জন্ম-পিতা খুদিরাম ও মা চন্দ্রমণি—পাঠশালা—yরঘুবীর সেবী সাধুসঙ্গ ও পুরাণ শ্রবণ—অদ্ভুত জ্যোতিঃ দর্শন—কলিকাতায় আগমন ও سلام দক্ষিণেশ্বর কালীবাড়ীতে অদ্ভূত ঈশ্বরীয় রূপ দর্শন—ঠাকুর উন্মাদবৎ— कानौबाज़ेौरड সাধুসঙ্গ—তোতাপুরী ও ঠাকুরের বেদান্ত শ্রবণ—তন্ত্রোক্ত ও পুরাণোক্ত সাধন—ঠাকুরের জগন্মাতার সহিত কথাবাৰ্ত্ত—তীর্থদর্শন—ঠাকুর ও অস্তরঙ্গ—ঠাকুর ও ভক্তগণ—ঠাকুর ও ব্রাহ্মসমাজ–হিন্দু, খৃষ্টান, মুসলমান ইত্যাদি সৰ্ব্বধৰ্ম্মসমন্বয়—ঠাকুর ও স্ত্রীলোক ভক্ত—ভক্ত পরিবার । * ঠাকুর ঐরামকৃষ্ণ হুগলী জিলার অন্তঃপাতী কামারপুকুর গ্রামে এক । সদব্ৰাহ্মণের ঘরে ফাস্তুনের শুরু দ্বিতীয় তিথিতে জন্মগ্রহণ করেন। ১৭৫৬ শক, ১•ই ফাল্গুন, বুধবার ; ১২৪১ সাল, ইংরাজি ২০এ هRFGFaifچ Stهنب s খৃষ্টাব্দ। কামারপুকুরগ্রাম জাহানাবাদ (আরামবাগ ) হইতে চার ক্রোশ * * . পশ্চিমে, আর বদ্ধমান হইতে ১২১৩ ক্রোশ দক্ষিণে। , " ..." ঠাকুর মানব শরীরে ৫২ বৎসরকাল ছিলেন। ঠাকুরের পিতা খুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান ও পরম ভক্ত ছিলেন। ঠাকুরের মা ৮চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার" প্রতিমূৰ্ত্তি ছিলেন। । পূৰ্ব্বে তাহদের দেরে নামক গ্রামে বাস ছিল। ঐ গ্রাম কামারপুকুর হইতে দেড় ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদৰ্যায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। : ঠাকুর ঐরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর পাঠশালে সামান্ত লেখ৷ পড়া শিখিবার পর, বাড়ীতে থাকিয়া এরঘুবীরের বিগ্ৰহ সেবা করিতেন.