পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ। সরলতা ও ঈশ্বরলাভ । ] কীৰ্ত্তনাস্তে ঠাকুর ভক্তসঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময়ে নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই #াড়াইয়া উঠিলেন। আনন্দে বিস্ফারিতলোচনে সম্মিতমুখে বলিয়া উঠিলেন, “তুই এসেছিস্!” (মাষ্টারের প্রতি) । দেখ, এ ছোকরাট বড় সরল। সরলতা পূৰ্ব্ব জন্মে, অনেক রুপস্ত ন স্কুরলে হয় না। কপটতা পাটোয়ারি এ সব থাকতে ঈশ্ব কে গুঞ্জয়া যায় না। : ন দেন যেখানে অবতার হয়েছেন, সেই খানেই সরলতা। হrেদ--শ্ৰীকৃষ্ণের বাবা—কত সরল। লোকে বলে, “আহ! . ** নম্বঘোষ p - - ... • । ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে, আবার ভগবান অব { . . . ( ( ভগবানের সেবা ও সংসারের সেবা ) । নরঞ্জনের প্রতি ) ৷ “দেখ, তোর মুখে যেন একটা কালে ছে। তুই আফিসের কাজ করিস কি না, তাই পড়েছে। গল্প পত্র করতে হয়,—আরও নানা রকম কাজ আছে ; সৰ্ব্বদ, 咳、“ ” - i. ', -, ; }.' . : * : " সখিৱ ।” : ^ *A., . - జీ 3: ... 'so ફર বাসিনীগী লোকেরা যেমন চাকুরী করে, o তুইও চাকরি করছিস্ ; তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকুরি স্বীকার করেছিস্ মা গুরুজন— ব্ৰক্ষামন্ত্ৰীস্বরূপ । যদি মাগ, ছেলের জন্ত চাকুরি কত্তিস- তাহলে আমি বস্তুম্‌ ধিক্ ধিক ! শত ধিক্ ! একশ' ছি! - (মণিমল্লিকের প্রতি)। দেখ, ছোকুরাটা ভারি সরল। তবে আজ কাল একটু আধটু মিথ্যা কথা কয়, এই যা দোষ। সে দিন বলে গেল ষে আসবে, আর এলে না। । . . . .' ' , " . . (নিৱন্ধনের প্রতি)। তাই রাখাল বলছিল,-তুই এড়েয়ে এসেও দেখা