পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরেন্দ্রের বাগানে মহোৎসব । >ミ> SAASAASAASAASAASAA AAASA SAASAASAASAASAASAAAS SASAMMMMAMAMMAM AeeSA SSASAS SS SAAAA MAS AMMAMMAMMAAA AAAA AAAA SAAAAMMMMMMS SSMMM SMMMS SSSSSSS SSAAASAAAA নিরঞ্জন । আমি এড়েদয়ে সবে দুদিন এসেছিলাম । - 象 শ্রীরামকৃষ্ণ ( নিরঞ্জনের প্রতি ) ৷ ইনি হেডমাষ্টার । তোর সঙ্গে দেখা করতে গিছিলেন। আমি পাঠিয়েছিলাম । । (মাষ্টারের প্রতি) তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে ? _ணாடி_r তৃতীয় পরিচ্ছেদ । শ্রীরাধাকৃষ্ণ ও গোপীপ্রেম। ] | ঠাকুর পশ্চিমের কামরায় দু চার জন ভক্তের সহিত এইবার কথাবাৰ্ত্তী কহিতেছেন ; সেই ঘরে টেবিল চেরার কয়েক থানা জড় করা ছিল। ঠাকুর টেবিলে ভর দিরা অদ্ধেক দাড়িয়েছেন, অৰ্দ্ধেক ব'সেছেন : শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি । আহা গোপীদের কি অনুরাগ ! তমাল্ল' দেখে একেবারে প্রেমোন্মাদ হ’য়ে গেল ! শ্ৰীমতীর এরূপ বিরহানল যে চক্ষের জল সে আগুণের ঝাঝে শুকিয়ে যেতে- জল হতে হতে বাস্প হ’য়ে উড়ে যেতোষ্ট্র কখনও কখনও তার ভাব কেউ টের পেতে না। সায়ের frr:ੇ হাতি নামলে কেউ টের পায় না । মাষ্টার। আজ্ঞা ই ! গৌরাঙ্গের ঐ রকম হয়েছিল। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন— . . . . . o y শ্ৰীরামকৃষ্ণ । আহা, সেই প্রেমের যদি এক বিন্দু কারু इs! কি श्रं রাগ ! কি ভালবাসা ! শুধু ষোল আনা অনুরাগ নয়, পাচ সিক পাঁচ আনা t এরই নাম প্রেমোন্মাদ । কথাটা এই, তাকে ভালবাসতে হবে। তার खच्ठं । ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকে, সাকারেই বিশ্বাস কর বা নিরাকারেই বিশ্বাস কর –ভগবান মাহুষ হয়ে অবতার হন, এ কথা বিশ্বাস কর আর না কর –তাতে অনুরাগ থাকুলেই হোল। তখন তিনি যে কেমন, তিনি নিজেই জানিয়ে দিবেন। - 。冷。 “যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে ? बि পাগল হতে হয়, তবে ঈশ্বরের জন্ত পাগল হও!” - mashundantummo fr.