পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । [ ভক্তসঙ্গে হরিকথাপ্রসঙ্গ । ] ঠাকুর হলঘরে আবার ফিরিলেন। র্তাহার বসিবার আসনের কাছে একটা তাকিয় দেওয়া হইল । ঠাকুর বসিবার সময় “ও তৎসং” এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পশ করিলেন। বিষয়ী লোকের এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে ; এই জন্য বুঝি ঠাকুর ঐ মন্ত্র উচ্চারণ করিয়া উপাধানটা শুদ্ধ করিয়া লইলেন! ভবনাথ,মাষ্টার প্রভৃতি কাছে বসিলেন। বেলা অনেক হইয়াছে ; এখনও খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই । ঠাকুর বালকস্বভাব । বলিলেন, “কৈগে, এখনও যে দেয় না! নরেন্দ্র কোথায় ?” একজন ভক্ত (ঠাকুরের প্রতি সহাস্তে )। মহাশয় | রামবাবু অধ্যক্ষ । তিনি সব দেখছেন। (সকলের হাস্ত ) ৷ শ্রীরামকৃষ্ণ (হাসিতে হাসিতে )। রাম অধ্যক্ষ ! তবেই হয়েছে! : এক জন ভক্ত। আজ্ঞা, রামবাবু যেখানে অধ্যক্ষ, সেখানে এই রকমই হয়ে থাকে। (সকলের হাস্ত )। , শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি ) ৷ স্বরেন্দ্র কোথায় ? আহা স্বরেন্দ্রের বেশ '. স্বভাবটা হয়েছে। বড় স্পষ্ট বক্ত—কারুকে ভয় ক’রে কথা কয় না। আর দেখ খুব মুক্তহস্ত কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না। (মাষ্টারের প্রতি) তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে, কি রকম দেখলে ? মাষ্টার। আজ্ঞ, কালনায় গিছিলাম। ভগবান দাস খুব বুড়ো হয়েছেন । রাত্রে দেখা হয়েছিল, কঁাথার উপর শুয়েছিলেন । প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগল। চেচিয়ে কথা কইলে শুনতে পান। আপনার নাম শুনে ব’লতে লাগলেন, তোমাদের আর ভাবনা কি ? সেই বাড়ীতে নামব্রহ্মের পূজা হয়। ভবনাথ (মাষ্টারের প্রতি) । আপনি অনেক দিন দক্ষিণেশ্বরে-বান নাই। ইনি আমাকে দক্ষিণেশ্বরে আপনার বিষয় জিজ্ঞাসা করছিলেন ; আর ব’লছিলেন, যে মাষ্টারের কি অরুচি হ’য়ে গেল । এই বলিয়া ভবনাথ হাসিতে লাগিলেন। ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন। তিনি মাষ্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করিয়া বলিতে লাগিলেন, হ্যাগে, তুমি অনেক দিন যাও নাই কেন বল দেখি ? মাষ্টার তো তো করিতে লাগিলেন। । d