পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরেন্দ্রের বাগানে মহোৎসব । ১৩১ SAMAMMMMMMAAASA SAAAAS AAAAAS SSAS A SAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS M MAMAMMAMAAA AAAA AAAAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। মহিমাচরণ কাশীপুরবাসী, ঠাকুরকে ভারি শ্রদ্ধা ভক্তি করেন ও সৰ্ব্বদা দক্ষিণেশ্বরে যান। ব্রাহ্মণসন্তান, কিছু পৈতৃক বিষয় আছে । স্বাধীনভাবে থাকেন, কাহারও চাকরী করেন না । সৰ্ব্বদ শাস্ত্রালোচনা ও ঈশ্বরচিস্ত করেন । কিছু পাণ্ডিত্যও আছে । ইংরাজি, সংস্কৃত অনেক গ্রস্থ পড়িয়াছেন । শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে, মহিমার প্রতি ) ৷ এ কি ! এখানে জাহাজ এসে উপস্থিত ! ( সকলের হাস্য )। এমন জায়গায় ডিঙ্গি টিঙ্গি আসতে পারে ; এ যে একেবারে জাহাজ ! ( সকলের হান্ত ) ৷ তবে একটা কথা আছে । এটা আষাঢ় মাস ! ( সকলের হাস্য ) । মহিমাচরণের সঙ্গে অনেক কথাবাৰ্ত্ত হইতেছে । ' ". . . . . ." ঐরামকৃষ্ণ ( মহিমার প্রতি ) । আচ্ছ, লোককে খাওয়ান এক রকম তারই সেবা করা, কি বল ? সব জীবের ভিতরে তিনি অগ্নিরূপে রয়েছেন। খাওমােন কি না, তা’কে আহুতি দেওয়া । - “কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই। এমন লোক, যারা ব্যভিচারাদি মহাপাতক ক’রেছে,—ঘোর বিষয়াসক্ত লোক,—-এর যেখানে दक्रियाग्न हजङ्घाग्न “হৃদে সিওড়ে একবার লোক খাইয়েছিল। তাদের মধ্যে অনেকেই খারাপ লোক। আমি বল্লুম্ দেখ হৃদে, ওদের যদি তুই খাওয়াস, তবে এই তোর বাড়ী থেকে চ’ম্বুম ? ( মহিমার প্রতি ) । আচ্ছ, আমি শুনেছি, তুমি আগে । লোকদের খুব খাওয়াতে, এখন বুঝি খরচ বেড়ে গেছে ? ( সকলের হান্ত )। পঞ্চম পরিচ্ছেদ । ( ব্রাহ্ম ভক্তসঙ্গে । ) এইবার পাত হইতে লাগিল । দক্ষিণের বারাণ্ডায়। ঠাকুর মহিমাচরণকে বলিলেন, আপনি একবার যাও, দেখ, ওরা সব কি ক'বৃছে; আর, আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন ক’লে। মহিমারচণ বলিলেন, “নিয়ে আমুক না, তারপর দেখা যাবে” এই বলিয়া স্থ হ’ করিয়া একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ংক্ষণ পরেই ফিরিয়া আসিলেন। ; ঠাকুর ভক্তসঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন । আহারাস্তে ঘরে |