পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ ॐ ३. শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮৪, ১৫ জুন জার্সিয়া বিশ্রাম করিতে লাগিলেন। ভক্তেরাও দক্ষিণের পুঙ্কণীর বাধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটলেন। সকলেই আসন গ্রহণ করিলেন । বেলা দুইটার পর প্রতাপ আসিয়া উপস্থিত হইলেন । তিনি একজন ব্রাহ্মভক্ত। আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন ; ঠাকুরও মস্তক অবনত করিয়া । নমস্কার করিলেন । প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতে লাগিল। * প্রতাপ। মহাশয়! আমি পাহাড়ে গিয়েছিলাম ( আর্থাৎ দারজিলিঙ্গে । শ্রীরামকৃষ্ণ । কিন্তু তোমার শরীর ত তত ভাল হয় নাই ! তোমার কি অস্থখ হয়েছে ? প্রতাপ। আজ্ঞ, তার যে অমুখ ছিল, আমারও সেই অমুখ হয়েছে। কেশবেরও ঐ অমুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগিল। প্রতাপ বলিতে লাগিলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিছল । তাকে আহলাদ আমোদ ক’ৰ্ত্তে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন, সেই সময়ে সত্যেক্সের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়। আর ঐ স্বত্রে ঐযুক্ত দেবেন্দ্রনাথ --ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুইত ছিল । যোগও ছিল, ভক্তিও ছিল । “সময়ে সময়ে তার ভক্তির এত উচ্ছাস হ’তে যে, মাঝে মাঝে মূৰ্ছা হ’তো । গৃহস্থদের ভিতর ধৰ্ম্ম আনা তার জীবনের প্রধান উদেশ্ব ছিল।” { লোকমান্য ও অহঙ্কার । “আমি কৰ্ত্তা’, ‘আমি গুরু । ] একটি মহারাষ্ট্রদেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতে লাগিল। প্রতাপ । এ দেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে। একটি মহারাষ্ট্রদেশের মেয়ে, খুব পণ্ডিত, বিলেতে গিছিল । তিনি কিন্তু খ্ৰীষ্টান হয়েছেন। মহাশয়, কি তার নাম শুনেছেন ? শ্রীরামকৃষ্ণ । না ; তবে তোমার মুখে যা শুনলুম, তাতে বোধ হচ্ছে যে, তার লোকমান্ত হবার ইচ্ছা । 。一 "এরূপ অহঙ্কার ভাল নয়। ‘আমি করছি, এটি অজ্ঞান থেকে হয় ; হে ঈশ্বর তুমি ক’ৰ্বছ—এইটা জ্ঞান। ঈশ্বরই কৰ্ত্তা, আর সব অকৰ্ত্ত। “আমি আমি ক’লে যে কত দুৰ্গতি হয়, বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর হামু মা, হাম্ম, ( আমি আমি) করে। তার দুৰ্গতি দেখ। হয় ত সকাল থেকে সন্ধ্যা পৰ্য্যস্ত লাঙ্গল টানতে হচ্ছে ; রোদ নাই ; বুলি নাই। হয়ত কৰাই কেটে ফেল্পে। মাংসগুলো লোক খাবে। ছালটা