পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরেন্দ্রের বাগানে মহোৎসব । ురిa` AMA SAeeeAeAeeeeeASAMAT AASAASAASAASAASAAAS NasirkhanBot (আলাপ) ১৮:১৯, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)്NasirkhanBot (আলাপ)ംഘകുങ്കുക.ുപ്തം പാ গণন করা ও ব্যাকুল হ’য়ে প্রার্থনা করা ; হে ঈশ্বর আমায় জ্ঞান দাও, । ਨ੍ਹਾਂ ക്ഷജ്ഞഞ്ഞ দেও, আমায় দেখা দাও।” - ۶" که با هم به همیجی جیبی چیمه" چـــــــــعهrvـــیصحینهمميټيميريسيپيبه ل.. ، بمي!بولايټبه ـه _“কৰ্ম্মযোগ বড় কঠিন। তাই প্রার্থনা ক’রতে হয়, ‘হে ঈশ্বর, আমার কৰ্ম্ম কমিয়ে দাও। আর যে টুকু কৰ্ম্ম রেখেছে, সে টুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হ’য়ে করতে পারি। আর যেন বেশী কৰ্ম্ম জড়াতে না ইচ্ছা হয়।’ “কৰ্ম্ম ছাড়বার যো নাই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি এও কৰ্ম্ম । “ভক্তিলাভ করলে বিষয়কৰ্ম্ম আপন আপনি কমে যায়। আর ভাল লাগে না। ওলা মিছরীর পান পেলে চিটে গুড়ের পান কে খেতে চায় ? : একজন ভক্ত। বিলেতের লোকেরা কেবল “কৰ্ম্ম কর’ ‘কৰ্ম্ম কর” করে } কৰ্ম্ম তবে জীবনের উদ্দেশ্য নয় ? - - [ জীবনের উদ্দেশ্ব কি ? কৰ্ম্ম না ঈশ্বর লাভ ? ] | শ্রীরামকৃষ্ণ। জীবনের উদ্দেশু ঈশ্বর লাভ। কৰ্ম্মতো আদি কাও ; জীবনের উদেশ্ব হতে পারে না। তবে নিষ্কাম কৰ্ম্ম একটা উপায়,—উদেশ্ব নয়। । “শস্ত, ব’ল্পে, এখন এই আশীৰ্ব্বাদ করুন যে, যা টাকা আছে, সেগুলি সদ্ব্যয়ে যায়—হাসপাতাল, ডিস্পেন্সারী করা, রাস্ত ঘাট করা, কুয়ো করা এই সবে । আমি ব’ল্লুম, এ সব কৰ্ম্ম অনাসক্ত হ’য়ে ক’বৃতে পারলে ভাল ; কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক এটা যেন মনে থাকে যে, তোমার মানবজন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ ; হাসপাতাল, ডিস্পেন্সারী করা নয় ! মনে কর, ঈশ্বর তোমার সামনে এলেন। এসে ব’ল্লেন, তুমি বর লও ; তা হ’লে তুমি কি ব’লবে, আমায় কতকগুলা হাসপাতাল ডিম্পেন্সারী ক'রে দাও ; ন। ব’ল্বে হে ভগবন, তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধা ভক্তি হয়, জার যেন তোমাকে আমি সৰ্ব্বদা দেখতে পাই । - “হাসপাতাল ডিস্পেন্সারী এ সব অনিত্য বস্তু। ঈশ্বল্পই বস্তু আল্প অনল অবত্ত । তাকে লাভ হ’লে আবার বোধ হয়, তিনিই কৰ্ত্ত আমরা অকৰ্ত্তা। তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি ? তাকে লাভ হ’লে তার ইচ্ছায় অনেক হাসপাতাল ডিম্পেন্সারী হতে পারে! : , [ ‘এগিয়ে পড়’ । ] ... " "তাই বলুচি, কৰ্ম্ম আদিকাণ্ড। কৰ্ম্ম জীবনের উদেশ্ব নয়। সাধন করে আরও এগিয়ে পড়। সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে, শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু, আর সব অবস্তু, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশু } مسة