পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه العnا নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালে শুভঙ্করী ধর্ণধা লাগ তো । | নিজে গান গাহিতে পারিতেন—অতিশয় স্বকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাহিয়া দিতে পারিতেন। ঠাকুর বাল্যকালেই সদানন্দ ছিলেন ও পাড়ার আবালবৃদ্ধবনিতা সকলেই তাহাকে ভালবাসিতেন । । বাড়ীর পাশে লাহাদের বাড়ী, সেখানে অতিথিশাল—সৰ্ব্বদা সাধুদের যাতয়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও র্তাহাদের সেবা করিতেন। সুকের • যখন পুরাণ পাঠ করিতেন, তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন—এইরূপে রামায়ণ, মহাভারত, শ্ৰীমদভাগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন । :এক দিন মাঠ দিয়া বাড়ীর নিকটবৰ্ত্তী গ্রাম অহুড়ে যাইতেছিলেন। ওঁাহার তখন ১১ বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন, সেই সময়ে হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতিঃ দৰ্শন করিয়া বাহশূন্ত হয়েন। লোকেরা বলিল । हैं ঠাকুরের ভাবসমাধি হইয়াছিল । খুদিরামের মৃত্যুর পর, ঠাকুর জ্যেষ্ঠভ্রাতা সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন র্তাহার বয়স ১৭১৮ হইবে । কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদন ঝামাপুকুরে গোবিন্দ চাটুয্যের বাড়ীতে, থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। এই স্বত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়ীতে, কিছুদিন পূজা করিয়াছিলেন । রাণী রাসমণি কলিকাতা হইতে আড়াই ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ী স্থাপন করিলেন। ১২৬২ সাল ১৮ই জ্যৈষ্ঠ, বুহস্পতিবার, স্নানযাত্রার দিন (ইংরাজি ৩১শে মে ১৮৫৫ খ্ৰীষ্টাব্দ) * । ঠাকুর ঐরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়ীর প্রথম পূজারি নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজাকার্ষ্যে নিযুক্ত হইলেন। তখন তাহার বয়স ২১২২ হইবে। মধ্যমন্ত্ৰাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ীতে পূজা করিতেন। তাহার দুই পুত্ৰ শ্ৰীযুক্ত রামলাল ও শ্ৰীযুক্ত শিবরাম ও এক কন্য। শ্ৰীমতী লক্ষ্মী দেবী । । - ዻ', . ፳' *; : . . . а в ، ، يبية :: لأب ، ه . . . . ," . بير عدو

  • এ সমস্ত রাণীরাসমণীর কালীবাড়ীর বিক্ৰী কওলা হইতে লওয়া হইয়াছে। o, Deed of Conveyance ; “Date of purchase of the Temple grounds 6th

§§eptember 1847 : Date of Registration 27th August 1861 ; price of the 4. . . . . 曦 ” . oinajpur Zemindary which supports the Temple Rs 2,26,ooo."