পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S88 i শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৪, ২৫ জুন । براتی که عمه حیعییها जे नाङ्गोब्र দিকে চলে যায়। আবার যখন বুভূক্ষ হয়, যখন , ক্ষুধা পায়, তখন কাব্য গীত নারী কিছুই ভাল লাগে না। অন্নচিন্তা চমৎকার : , শ্রীরামকৃষ্ণ (সহস্যে )। ইনি রসিক। * পাখোয়াজ, বাধ হইল। নরেন্দ্র গান গাহিতেছেন। গান একটু আরম্ভ হইতে না হইতে ঠাকুর উপরের বৈঠকখানা ঘরে বিশ্রাম করিবার জন্ত চলিয়া আসিলেন। সঙ্গে মাষ্টার ও ঐ শ, বেঠকখানা দর রাস্তার উপর। ঈশানের শ্বশুর ভক্ষেত্রনাথ চাটুৰ্য্যে মহাশয় এই বৈঠকখান ঘর করিয়াছিলেন। - মাষ্টার শ্ৰীশের পরিচয় দিলেন। বলিলেন,—‘ইনি পণ্ডিত ও অতিশয় শাস্ত প্রকৃতি। শিশুকাল হইতে ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন । ইনি ওকালতি করেন। শ্রীরামকৃষ্ণ । এ রকম লোকের উকিল হওয়া ! মাষ্টার। ভুলে ওর ও পথে যাওয়া হয়েছে। স্ত্রীরামকৃষ্ণ। আমি গনেশ উকিলকে দেখেছি। ওখানে (দক্ষিণেশ্বর কালীবাটীতে ) বাবুদেব সঙ্গে মাঝে মাঝে যায় ! পান্নাও যায়— সুন্দর नग्न, তবে গান ভাল । আমায় কিন্তু বড় মানে ; সরল । ( শ্ৰীশের প্রতি) । আপনি কি সার মনে করেছেন ? அ1 ঈশ্বর আছেন আর তিনিই সব ক’বৃছেন। তবে তার গুণ (Attributes ) আমরা যা ধারণা করি তা ঠিক নয়। মানুষ তার বিষয় কি ধারণা করবে। অনন্ত কাণ্ড । - স্ত্রীরামকৃষ্ণ। বাগানে কত গাছ, গাছে কত ডাল—এ সব হিসাবে তোমার কাজ কি ? তুমি বাগানে আম খেতে এসেছ আম খেয়ে যাও । তাতে ভক্তি, প্রেম হবার জন্যই মানুষ জন্ম । তুমি আম খেয়ে চলে যাও । “তুমি মদ খেতে এসেছ, তড়ির দোকানে কত মণ মদ এ খপরে তোমার কাজ কি। এক গেলাস হ’লেই তোমার হয়ে যায়। তোমার অনন্ত কাও জানবার কি দরকার। । • , “র্তার গুণ কোট বৎসর বিচার করলেও কিছু জানতে পারবে না।” ঠাকুর একটু চুপ করিয়া আছেন। আবার কথা- কহিতেছেন। ভাটপাড়ার একটি ব্রাহ্মণও বসিয়া আছেন। । '. শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি) । সংসারে কিছু নাই। এর ( ঈশানের ).