পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠনঠনিয়াতে শশধর পণ্ডিত প্রভৃতি সঙ্গে । > 86t بسیص ایمنی بین دریایی ۹ تهیه می۶۹ AS AMAMJAMJJAAee AAAA AAAA AAAA AAAJAAeAAA AAAA AAAAMAeA AJJJJJS صبیحہ محمحامےحمنے هہ يحده ميمة - سهه-ه সংসার ভাল তাই,—ত না হ’লে যদি ছেলেরা রীড়খের, গাজাখোর, মাতাল; অবাধ্য এই সব হতো তা হ’লে কষ্টের একশেষ হতো। সকলের ঈশ্বরের দিকে মন,—বিদ্যার সংসার এরূপ প্রায় দেখা যায় না। দু' চারটে বাড়ী দেখলাম—কেবল ঝগড়া, কোদল, হিংস, তার পর রোগ, শোক, দারিদ্র্য। দেখে বললাম—ম, এই বেলা মোড় ফিরিয়ে দাও । “দেখন। নরেন্দ্র, কি মুস্কিলেই পড়েছে। বাপ মারা গেছে, বাড়ীতে খেতে পাচ্ছে না—কাজ কৰ্ম্মের এত চেষ্টা ক’বৃছে, জুটছে না—এখন কি করে বেড়াচ্ছে দ্যাথো । (মাষ্টারের প্রতি ) ৷ মাষ্টবৃ, তুমি আগে অতো যেতে, এখন তত যাওনা কেন ? বুঝি পরিবারের সঙ্গে বেশী ভাব হয়েছে ! - “তা দোষই বা কি ? চারদিকে কামিনী কাঞ্চন ! তাই বলি, ‘ম। যদি কখনও শরীর ধারণ হয়, যেন সংসারী ক’রোনা।” ভাটপাড়ার বামুন। কি ! গৃহস্থ ধৰ্ম্মের মুখ্যাতি আছে। শ্রীরামকৃষ্ণ । ই ; কিন্তু বড় কঠিন । ঠাকুর অন্য কথা পাড়িতেছেন । শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি ) । আমরা কি অন্যায় ক’বুলাম ? ওরা গাচ্চে—নরেন্দ্র গাচ্চে –আর আমরা সব পালিয়ে এলাম ! । r - দ্বিতীয় পরিচ্ছেদ | প্রায় বেলা চারিটার সময় ঠাকুর গাড়ীতে উঠিলেন। তাহার অতি কোমলাঙ্গ । অতি সন্তপণে দেহ রক্ষা হইত। তাই পথে যাইতে কষ্ট হয়—প্রায় গাড়ী না হ’লে অল্প দূরও যাইতে পারেন না । গাড়ীতে উঠিয়াই ভাবসমাধিতে মগ্ন হইলেন। তখন টিপ, টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। বর্ষাকাল ; আকাশে মেঘ ; পথে কাদা । ভক্তেরা গাড়ীর পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে যাইতেছেন । তাহারা পথে দেখিলেন, রথযাত্রা উপলক্ষে ছেলেরা তালপাতার ভেপু বাজাইতেছে। গাড়ী বাটীর সম্মুখে উপনীত হইল। দ্বারদেশে গৃহস্বামী ও র্তাহার আত্মীয়গণ আসিয়া অভ্যর্থনা করিলেন । - উপরে যাইবার সিড়ি। তৎপরে বৈঠকখানা। উপরে উঠিয়াই শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে, শশধর তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছেন। পণ্ডিতকে У о