পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.>8● শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮৪, ২৫ জুন । AMAeAMAMMiS

  • ్క ^ృూసా క్స్కో

দেখিয়া বোধ হইল যে, তিনি যৌবন অতিক্রম করিয়া প্রৌঢ়াবস্থা প্রাপ্ত হইয়াছেন। বর্ণ উজ্জল গৌর বলিলে, বলা যায়। গলায় রুদ্রাক্ষের, মালা। তিনি অতি বিনীতভাবে ভক্তিভরে ঠাকুর ত্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। তৎপরে সঙ্গে করিয়া ঘরে লইয়া বসাইলেন। ভক্তগণ পশ্চাৎ পশ্চাৎ যাইয়া আসন গ্রহণ করিলেন। সকলেই উৎসুক যে, তাহার নিকটে বসেন ও র্তাহার প্রমুখনিঃস্থত কথামৃত পান করেন। নরেন্স, রাখাল, রাম, মাষ্টার ও অন্যান্য অনেক ভক্তের উপস্থিত আছেন। হাজরাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়ী হইতে আসিয়াছেন । ঠাকুর পণ্ডিতকে দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইলেন । কিয়ৎক্ষণ পরে সেই অবস্থায় হাসিতে হাসিতে পণ্ডিতের দিকে তাকাইয়া বলিতে লাগিলেন, বেশ! বেশ! পরে পণ্ডিতকে বলিতেছেন, আচ্ছা তুমি কি রকম লেক্চার দাও ? : n - শশধর। মহাশয়, আমি শাস্ত্রের কথা বুঝাইতে চেষ্টা করি । কলিতে ভক্তিযোগ কৰ্ম্মযোগ নহে। ] শ্রীরামকৃষ্ণ। কলিযুগের পক্ষে নারদীক্স ভত্তিম্ভ। শাস্ত্রে যে সকল কর্খের কথা আছে, তার সময় কৈ ? আজকালকার জরে দশমূল পাচন চলে না । দশমূল পাচন দিতে গেলে রোগীর এদিকে হ’য়ে যায়। আজকাল কিবার মিক্‌শ্চার। কৰ্ম্ম করতে যদি বল,—তো নেজামুড়া বাদ দিয়ে ব’ল্বে। আমি লোকদের বলি, তোমাদের ‘আপোধন্যন্ত ও সব অত ব’ল্তে হবে না। তোমাদের গায়ত্ৰী জপলেই হবে। কর্মের কথা যদি একান্ত বল, তবে ঈশানের মত কৰ্ম্ম দুই এক জনকে বলতে পার। , [কিষয়ী লোক ও লেক্চার। ] : - जैब्रांभङ्गक । হাজার লেক্চার দাও, বিষয়ী লোকদের কিছু করতে পারবে না। পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায় ? পেরেকের মাথা ভেঙ্গে যাবে তো দেওয়ালের কিছু হবে না তরোয়ালের চোট মারলে কুমীরের কি হবে ? সাধুর কমণ্ডলু ( তুম্বা) চার ধাম করে আসে, কিন্তু যেমন তেঁতে তেমনি তেতো। তোমার লেকচারে বিষয়ী লোকদের বড় কিছু হচ্ছে না। তবে, তুমি ক্রমে ক্রমে জানতে পারবে। বাছুর একেবারে দাড়াতে পারে ন! মাঝে মাঝে পড়ে যায়, আবার দাড়ায় —তবে তো, দাড়াতে ও চলতে শিখে ৮৫ - “; .