পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৪ ক্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৪, ২৫ জুন। পণ্ডিত। আজ্ঞা হুঁ, আম্বিংসৰ শুনছি। 3, { ঈশ্বরের দয়া । ] - শ্রীরামকৃষ্ণ । একদিন ঠাকুরবাড়ীতে কতকগুলি শিখ সিপাহি এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হ’ল। একজন বললে, ঈশ্বর দয়াময়। আমি ব’ল্লাম, বটে ? সত্য না কি ? কেমন ক’রে জানলে ? তারা বলে, ‘কেন মহাশয়, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন,—এত যত্ন ক’চ্ছেন। আমি ব’ল্লাম, সে কি আশ্চৰ্য্য ? ঈশ্বর যে সকলের বাপ ! বাপ ছেলেকে দেখবে না ত কে দেখবে ? ও পাড়ার লোক এসে দেখবে না কি ?” নরেন্দ্র । তবে ঈশ্বরকে দয়াময় ব’লবো না ? জীরামকৃষ্ণ। তাকে কি আমি দয়াময় বলতে বারণ করছি ? আমার বলবার মানে এই যে, ঈশ্বর আমাদের আপনার লোক, পর নন । পণ্ডিতা কথা অমূল্য ! - শ্রীরামকৃষ্ণ নরেলের প্রতি। ) তোর গান শুনিছিলুম—কিন্তু ভাল লাগলো ন। তাই উঠে গেলুম। বললুম উমেদারি অবস্থা—গান আলুনি বোধ হ’লে । নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল। তিনি চুপ করিয়া রছিলেন । । , അ ‘. . . . ষষ্ঠ পরিচ্ছেদ । { বিদায় | } | ... " ঠাকুর জল খাইতে চাহিলেন। তাহার কাছে এক মাস জল রাখা হইয়ছিল। সে জল খাইতে পারিলেন ন, আর এক মাস জল আনিতে বলিলেন। পরে শুনা গেল যে, কোনও ঘোর ইন্দ্রিয়াসক্ত ব্যক্তি ঐ জল স্পর্শ করিয়াছিল। 晕 পণ্ডিত (হাজরার প্রতি ) । আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন— আপনার মহানন্দে আছেন। ‘ · " * - - শ্রীরামকৃষ্ণ । (হাসিতে হাসিতে )। আজ আমার খুৰ দিন ! আমি দ্বিতীয়ার চাঁদ দেখলাম। (সকলের হাস্য)। দ্বিতীয়ার চাদ কেন বললুম জান ? “সীতা রাবণকে বলেছিলেন, রাবণ পূর্ণচন্দ্র, আর রামচন্দ্র আমার দ্বিতীস্বার চাদ। রাবণ মানে বুঝতে পারে নাই, তাই ভারি খুলি সীতার বল বার উদ্দেগু এই যে, রাবণের সম্পদ যত দূর হবার হয়েছে, এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস পাবে। রামচন্দ্র দ্বিতীয়ার চাদ, তার দিন দিন বৃদ্ধিস্থবে -