পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৮ ঐত্রীরামকৃষ্ণকথামৃত। ১৮৮৪,১৯ অক্টোবর। جمعیت معینحنههاه ৰেন—ষে ধ্বনি আধ্যঋষিদের মুখ হইতে বেদাকারে এককালে বহির্গত হইয়ছিল—যে ধ্বনি আর একবার নররূপধারী পরমসন্ন্যাসী, ব্রহ্মগতপ্রাণ, জীবের দুঃখে কাতর, ভক্তবৎসল, ভক্তাবতার, হরিপ্রেমবিহবল, ঈশার ( Jesusa: ) মুখ হইতে র্তাহার দ্বাদশ শিষ্ম সেই নিরক্ষর মৎস্যজীবিগণ শুনিয়াছিলেন, যে ধ্বনি পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে ভগবান শ্ৰীকৃষ্ণের মুখ হইতে শ্ৰীমদ্ভগবদীতাকারে এককালে বহির্গত হইয়াছিল—সারথিবেশধারী মানবাকার সচ্চিদানন্দগুরুপ্রমুখাং যে মেঘ-গম্ভীর ধ্বনি মধ্যে বিনয়নম্র, ব্যাকুল গুড়াকেশ কৌন্তেয় এই কথামৃত পান করিয়াছিলেন,— কবিং পুরাণম্ অনুশাসিতারম, অণেরণীয়াণ সমমুম্মরেৎ ষঃ সৰ্ব্বস্ত ধাতারমচিন্ত্যরূপম, আদিত্যবর্ণং তমস: পরস্তাং । প্রয়াণ-কালে মনসাহচলেন, ভক্ত্যা যুক্তো যোগবলেন চৈব ক্ৰবোৰ্ম্মধ্যে প্রাণমাবেশ্ব সম্যক, স তং পরং পুরুষমুপৈতি দিব্যম্ ॥ যদক্ষরং ব্রহ্মবিদে বদন্তি,বিশন্তি যদ যতয়ো বীতরাগাঃ , যদিচ্ছন্তে ব্ৰহ্মচৰ্য্যং চরস্তি, তত্তে পদং সংগ্ৰহেণ প্রবক্ষ্যে , ঠাকুর ঐরামকৃষ্ণ আসন গ্রহণ করিয়াই সমাজের স্বন্দররচিত বেদীর প্রতি সৃষ্টপাত করিয়াই অমনি নতশির হইয়া প্রণাম করিলেন। বেদী হইতে স্ত্রীভগবানের কথা হয়—তাই তিনি দেখিতেছেন যে, বেদীক্ষেত্র পুণ্যক্ষেত্র ।

1’ - দেখিতেছেন, এখানে অচ্যুতের কথা হয়, তাই সৰ্ব্বতীর্থের সমাগম হইয়াছে। মাদলতগৃহ দেখিলে যেমন মোকদম মনে পড়ে, ও জজ, মনে পড়ে, সেইরূপ এই হরিকথার স্থান দেখিয় তাহার ভগবানের উদ্দীপন হইয়াছে। জীযুক্ত ত্ৰৈলোক্য গান গাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কহিলেন, হ্যাগ, ঐ গানটী তোমার বেশ, ‘দেমী পাগল করে, ঐটা গাও না । তিনি গাহিতেছেন,— - আমায় দে মা পাগল ক’রে (ব্রহ্মময়ি)। আর কাজ নাই জ্ঞান-বিচারে । ... -- তোমার প্রেমের স্বর, পানে কর মাতোয়ার,. * ওমা ভক্তচিত্ত-হর ভুবাও প্রেমসাগরে ৷ । তোমার এ পাশ্বল গারদে, কেহ হাসে কেহ কাদে, ' কেহ নাচে মানল ভঃ , । ঈশী মুস শ্রীচৈতন্ত, ওমাপ্রেমের ভরে অচৈতন্ত, । হায় কবে হব ম৷ ধন্ত, (ওমা) মিশে তার ভিতরে ॥: , aബ