পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [১৮৮৪, ১৯ অক্টোবর। چاولا د SAAAAAA ASASASA AAA AAAAJAAA AAAAA 8- عينيه [ ব্রাহ্মসমাজ ও সামা ; ঈশ্বরের বৈষম্য-দোষ । ] সদর ওয়ালা । মহাশয়, তার কৃপা কি এক জনের উপর বেশী আর এক জনের উপর কম ? তা হ’লে যে ঈশ্বরের বৈষম্য-দোষ হয় । । ... " স্ত্রীরামকৃষ্ণ । সে কি ! ঘোড়াটাও ট। আর সরাটাওঁ টা ! তুমি যা বলছে। ঈশ্বর বিদ্যাসাগর ঐ কথা বলেছিল। বলেছিলে, মহাশয়, তিনি কি কারুকে বেশী শক্তি দিয়েছেন, কারুকে কম দিয়েছেন ? আমি ব’ল্লাম, বিভুরূপে তিনি সকলের ভিতর আছেন—আমার ভিতরেও যেমনি পাপ ড়েটার ভিতরও তেমনি। কিন্তু শক্তিবিশেষ আছে। যদি সকলেই সমান হবে, তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি ! তোমার-কি দুটো শিং বেরিয়েছে, তাই দেখতে এসেছি! তা নয়, তুমি দয়ালু, তুমি পণ্ডিত, এই সব গুণ তোমার অপরের চেয়ে আছে, তাই তোমার এত নাম । দেথ না, এমন লোক আছে যে, একলা একশো লোককে হারাতে পারে, আবার এমন আছে, একজনার ভয়ে পালায়। “যদি শক্তিবিশেষ না হয়, লোকে কেশবকে এতো মানতো কেন ? “গীতায় আছে, যাকে অনেকে গণে মানে—তা বিদ্যার জন্যই হউক, বা স্বাওনা বাজনার জন্যই ইউর্ক, বা লেকচার (Lecture ) দেবার জন্যই হউক, ব। আর কিছুর জন্যই হউক –নিশ্চিত জেন যে, তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে ।” ব্রাহ্মভক্ত ( সদরওয়ালার প্রতি ) । যা বলছেন মেনে নেন না ! শ্রীরামকৃষ্ণ । (ব্রাহ্মভক্তের প্রতি) তুমি কি রকম লোক! কথায় বিশ্বাস না করে শুধু মেনে লওয়া ! কপটতা! তুমি ঢং কাচ দেখছি! ব্রান্ধভক্তটা অতিশয় লজ্জিত হইলেন । , চতুর্থ পরিচ্ছেদ । - [ ব্রাহ্মসমাজ, শ্ৰীযুক্ত কেশব ও নিলিপ্ত সংসার ; - ংসার ত্যাগ। ] * সদরওয়াল। মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে ? : শ্রীরামকৃষ্ণ। না, তোমাদের ত্যাগ কেন করতে হবে ? সংসারে থেকেই হতে পারে। তবে আগে দিন কতক নিজনে থাকুতে হয়। নিজনে থেকে