পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিতির ব্রাহ্মসমাজ পুনৰ্ব্বার দর্শন। ఆt ....പി.സ്കൂNasirkhanBot (আলাপ) ১৮:২১, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)പ്സ്. ASAeSeSeS eeAeeAeeAAASAASAASAASAASAASAASAASAASAASAAAS w*^^^^^^^్మ**్క সদরওয়ালা। মহাশয় ! আমি পাপী, কেমন করে বলি যে, তিনি আমার ভিতরে আছেন ? : [ ব্রাহ্মসমাজ, খ্ৰীষ্টধৰ্ম্ম ও পাপবাদ । ] শ্রীরামকৃষ্ণ (সদরওয়ালার প্রতি) । ঐ কেবল তোমাদের পাপ আর পাপ । এ সব বুঝি খ্ৰীষ্টানী মত? আমায় একজন একখান বই ( Bible ) দিলে । একটু পড়া শুনলাম ; তা তাতে কেবল ঐ এক কথা ! পাপ আর পাপ ! আমি র্তার নাম ক’রেছি, ঈশ্বর কি রাম কি হরি ব’লেছি—আমার আবার পাপ । এমন বিশ্বাস থাকা চাই ! নামমাহাক্স্যে বিশ্বাস থাকা চাই । সদরওয়ালা । মহাশয় ! কেমন ক’রে ঐ বিশ্বাস হয় ? শ্রীরামকৃষ্ণ । তাতে অনুরাগ কর । তোমাদেরই গানে আছে, ‘প্রভু ! বিনে অনুরাগ, ক’রে যজ্ঞ যাগ, তোমারে কি যায় জানা ।” যাতে এরূপ অনুরাগ, এরূপ ঈশ্বরে ভালবাসা হয়, তার জন্ত র্তার কাছে গোপনে ব্যাকুল হ’য়ে প্রার্থনা কর, আর র্কাদ । মাগের ব্যামো হ’লে, কি টাকা লোকসান হ’লে, কি কৰ্ম্মের জন্য, লোকে এক ঘটী কাদে, ঈশ্বরের জন্য কে র্কাদছে বল দেখি ? পঞ্চম পরিচ্ছেদ । “আম্মোক্তারী দাও।” - ত্ৰৈলোক্য। মহাশয়, এদের সময় কই ; ইংরেজের কৰ্ম্ম ক’রতে হয় । শ্রীরামকৃষ্ণ ( সদরওয়ালার প্রতি ) ৷ আচ্ছা তাকে আন্মোক্তারী দাও । ভাল লোকের উপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে ? র্তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হ’য়ে বসে থাক। তিনি যা কাজ ক’ত্তে দিয়েছেন, তাই ক’রো । JR 1 * ‘বিড়ালছানার পাটওয়ারি বুদ্ধি নাই। মা মা করে। মা যদি হেঁসালে রাখে সেইখানেই প’ড়ে আছে । কেবল মিউ মিউ ক’রে ডাকে । আবার মা যখন গৃহস্থের বিছানার উপর রাখে, তখনও সেই ভাব । মা মা করে। l সদরওয়ালা । আমরা গৃহস্থ, কত দিন এ সব কৰ্ত্তব্য করতে হবে ? শ্রীরামকৃষ্ণ । তোমাদের কৰ্ত্তব্য আছে বৈ কি ? ছেলেদের মানুষ করতে হবে । স্ত্রীকে ভরণপোষণ করতে হবে ও অবর্তমানে স্ত্রীর ভরণপোঙ্গণের যোগাড় ক’রে রাখতে হবে। তা যদি না কর, তুমি নির্দয় । দয়া শুকদেবাদি রেখেছিলেন । দয়া যার নাই, সে মানুষই নয় । ".. • * *տ