পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিতির ব্রাহ্মসমাজ পুনৰ্ব্বার দর্শন। ১৭১ • - 来 棣 轟 ব্রাহ্মভক্ত। বেশ কথা হ’লো। অতি স্বন্দর কথা ! শ্রীরামকৃষ্ণ । কি এলোমেলো বকলুম ! তবে আমার ভাব কি জান ? আমি যন্ত্র তিনি যন্ত্রী, আমি ঘর তিনি ঘরণী, আমি গাড়ী তিনি Engineer, আমি রথ তিনি রথী ; যেমন চালান, তেমনি চলি, যেমন করান, তেমনি করি। সপ্তম পরিচ্ছেদ । [ সঙ্কীৰ্ত্তনানন্দে । ] ত্ৰৈলোক্য আবার গান গাহিলেন । সঙ্গে খোল করতালি বাজিতে লাগিল । শ্রীরামকৃষ্ণও প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইলেন । সমাধিস্থ অবস্থায় দাড়াইয়া আছেন ; স্পন্দহীন দেহ, স্থিরনেত্র, সহাস্য বদন, কোন প্রিয় ভক্তের স্কন্ধদেশে হাত দিয়া আছেন । আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য। বাহুদশা প্রাপ্ত হইয় গানের অর্ণখর দিতে লাগিলেন ,— g 领 "নাচ মা, ভক্তবৃন্দ বেড়ে বেড়ে ; আপনি নেচে, নাচাও গে। মা ; ( আবার বলি ) হৃদিপদ্মে একবার নাচ মা ; নাচ গো ব্রহ্মময়ী 5 m w. সেই ভুবন-মোহনরূপে ( একবার নাচ মা ) । সে অপূৰ্ব্ব দৃশু ! মাতৃগতপ্রাণ, প্রেমে মাতোয়ারা সেই স্বৰ্গীয় বালকের নৃত্য ! ব্রাহ্মভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন, যেন লোহাকে চুম্বুকে ধরিয়াছে। সকলে উন্মত্ত হইয়া ব্ৰহ্মনাম করিতেছেন, আবার ব্রহ্মের সেই মধুর নাম, মা— নাম, করিতেছেন। অনেকে বালকের মত ‘মা মা বলিতে বলিতে কঁাদিতেছেন । - - কীৰ্ত্তনাস্তে সকলে আসন গ্রহণ করিলেন । এখনও সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। হঠাৎ এই কীৰ্ত্তনানন্দে সমস্ত নিয়ম কোথায় ক্ষু গিয়াছে। বিজয়কৃষ্ণ রাত্রে বেদীতে বসিবেন এইরূপ বন্দোবস্ত হইয়াছে। রাত্রি প্রায় ৮টা হইয়াছে 1. . " • . - „ * - ו