পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

› ዓ8 - শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [১৮৮৪,১৯ অক্টোবর। - - - یومی حاجیعبه تماعیمتیجه عمحع AAAAAA AAAA MMMS MMSMS SMSMMSAMSMeeMeeeA AeeEeeeeeAe eAMeAAA AAAA AAAA AAAA MAAA AAAA SAAAAA AAAAMAeMA MAMAeA MA AeAMAAA AAAA AAAA AAAA ASASASAeAeee AAAA AAAA AAAA AAAA SAAAAA AAAAe eeeA AAAA AAAAA উপাসনা করিতেছেন। বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন। সকলেরই মন দ্রবীভূত হইল । -- উপাসনাস্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইতে লাগিল । সতরঞ্চ, গালিচা, সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল, ভক্তেরা সকলেই বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আসন হইল । তিনি বসিয়া ত্রযুক্ত বেণীপাল প্রদত্ত উপাদেয় লুচি, কচুরি, পাপর, নানাবিধ মিষ্টান্ন, দধি, ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন। নবম পরিচ্ছেদ । মা ! আহারান্তে সকলে পান খাইতে খাইতে বাট প্রত্যাগমনের উদ্যোগ করিতে লাগিলেন। যাইবার পূৰ্ব্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয়ের সহিত একান্তে বসিয়া কথা কহিতেছেন। সেখানে মাষ্টারও আছেন । - [ ব্রাহ্মসমাজ ও $*ITH Itzstą i Motherhood of God. ] শ্ৰীরামকৃষ্ণ (বিজয়ের প্রতি ) ৷ তুমি তাকে মা মা বলে প্রার্থনা করছিলে । এ খুব ভাল। কথায় বলে, মায়ের টান বাপের চেয়ে বেশী। “মায়ের উপর জোর চলে, বাপের উপর জোর চলে না । ত্ৰৈলোক্যের মায়ের জমিদারী থেকে গাড়ী গাড়ী ধন আসছিল, সঙ্গে কত লাল পাগড়িওয়ালা লাঠী হাতে দ্বারবান। ত্ৰৈলোক্য রাস্তায় লোক জন নিয়ে দাড়িয়েছিল সে জোর ক’রে সব ধন কেড়ে নিলে। মায়ের ধনের উপর খুব জোর চলে। বলে নাকি ছেলের নামে ড়েমন নালিস চলে না।” । । বিজয়। ব্রহ্ম যদি মা, তা হ’লে তিনি সাকার না নিরাকার ? - শ্রীরামকৃষ্ণ । যিনি ব্রহ্ম, তিনিই কালী ( আদ্যাশক্তি ) ৷ যখন নিস্ক্রিয়, তখন তাকে ব্রহ্ম বলে কই । যখন স্বষ্টি, স্থিতি, প্রলয় এই সব কাজ করেন, তখন তাকে শক্তি ব’লে কই । স্থির জল ব্রহ্মের উপমা। জল হেলচে দুলচে, শক্তি বা ব্লুটুপম । কালী ! কি না—যিনি মহাকালের (ব্রহ্মের) সহিত রমণ করেন। *আকার নিরাকার।’ তোমাদের যদি নিরাকার বলে বিশ্বাস হয়, লী, ৮ সেইরূপ চিন্তা করবে। একটা দঢ় ক’রে তার চিন্তা করলে,