পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিতির ব্রাহ্মসমাজ পুনৰ্ব্বার দর্শন। ১৭৫ ASAMAMAMAMMAMAMAMAMAMAeeeeAAAA انجیسیسیحیحسی مسیحس مصاحبس تعبیه ضحصحصحبتها তিনিই জানিয়ে দেবেন, তিনি কেমন। শু্যামপুকুরে পৌছিলে তেলীপাড়াও জানতে পারবে। তখন জানতে পারবে যে, তিনি শুধু আছেন ( অস্তিমাত্রম) তা নয় । তিনি তোমার কাছে এসে কথা কবেন —আমি যেমন তোমার সঙ্গে কথা কচ্ছি। বিশ্বাস করে, সব হয়ে যাবে। আর একটা কথা--তোমার নিরাকার ব’লে যদি বিশ্বাস হয় তাই বিশ্বাস দৃঢ় ক’রে করে। কিন্তু মতুয়ার বুদ্ধি (Dogmatism) কোরো না। তার সম্বন্ধে এমন কথা জোর ক’রে বোলে৷ ন যে, তিনি এই হতে পারেন, আর এই হ’তে পারেন না। ব’লো ‘আমার, বিশ্বাস তিনি নিরাকার ; আর কত কি হতে পারেন তিনি জানেন ; আমি জানি না, বুঝতে পারি না ’ । মাহুষের এক ছটাক বুদ্ধিতে ঈশ্বরের স্বরূপ, কি বুঝা যায় ? এক সের ঘটিতে কি চার সের দুধ ধরে ? তিনি যদি কৃপা ক’রে কখনও দর্শন দেন, আর বুঝিয়ে দেন, তাহ’লে বুঝা যায় ; নচেৎ নয়। [ কালী ও ব্রহ্মে কখন অভেদ । ] “যিনি ব্রহ্ম, তিনিই শক্তিপ্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে। সেটা চাতরে কি ভাঙ্গবো হাড়ি, বোঝন। রে মন ঠারে ঠোরে।" “আমি তত্ত্ব করি র্যারে’। অর্থাং আমি সেই ব্রহ্মের তত্ত্ব করছি । তারেই মা মা বলে ডাকৃছি। আবার রামপ্রসাদ ঐ কথাই ব’লছে,— “আমি কালীব্রহ্ম জেনে মৰ্ম্ম, ধৰ্ম্মাধৰ্ম্ম সব ছেড়েছি।” “অধৰ্ম্ম কি না অসং কৰ্ম্ম । ধৰ্ম্ম কি না বৈধ কৰ্ম্ম—এতে দান করতে হবে, এতে ব্রাহ্মণ ভোজন করাতে হবে, এই সব ধৰ্ম্ম ।” বিজয় । ধৰ্ম্মাধৰ্ম্ম ত্যাগ করলে কি বাকী থাকে ? . শ্রীরামকৃষ্ণ। শুদ্ধ ভক্তি। আমি মাকে বলেছিলাম, মা ! এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধৰ্ম্ম, আমায় শুদ্ধাভক্তি দাও ; এই লও তোমার পুণ্য, এই লও তোমার পাপ, আমায় শুদ্ধাভক্তি দাও ; এই লও তোমার জ্ঞান, এই লও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধাভক্তি দাও। দেখ, আমি জ্ঞান পৰ্য্যন্ত চাই নাই। আমি লোকমান্যও চাই নাই। ধৰ্ম্মাধৰ্ম্ম ছাড়লে শুদ্ধাভক্তি—আমলা,নিষ্কাম, অহেতুকী ভক্তি —বাকী থাকে। [ ব্রাহ্মসমাজ ও আদ্যাশক্তি ।] ব্রাহ্মভক্ত। তিনি আর তার শক্তি কি তফাৎ ? শ্ৰীরামকৃষ্ণ। পূর্ণ জ্ঞানের পর অভেদ। যেমন মণির ষ্ট্রে চঃ আর মণি