পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্টোবর। هدرع جواداً ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত । "לף כל SBAeeASAMAM AM AAAAA অন্ধকার, গাছতলায় গাড়ী দাড়িয়ে। শ্ৰীযুক্ত বেণীপাল রামলালের* জন্য লুচি মিষ্টান্নাদি লইয়া গাড়ীতে তুলিয়া দিতে আসিলেন । বেণীপাল । মহাশয় । রামলাল আসতে পারেন নাই, তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি । আপনি অনুমতি করুন ! শ্রীরামকৃষ্ণ ( ব্যস্ত হইয়া ) । ও বাবু বেণীপাল ! তুমি আমার সঙ্গে ও সব দিও না ! ওতে আমার দোষ হয় ! আমার সঙ্গে কোন জিনিষ সঞ্চয় ক’রে নিয়ে যেতে নাই। তুমি কিছু মনে ক’রবে না। বেণীপাল । যে আজ্ঞা । আপনি আশীৰ্ব্বাদ করুন । শ্রীরামকৃষ্ণ । আজ খুব আনন্দ হ’লো । দেখ, অর্থ যার দাস, সেই মানুষ । ষার অর্থের ব্যবহার জানে না, তারা মানুষ হ’য়ে মানুষ নয় । মাকুষের আকৃতি কিন্তু পশুর ব্যবহার । ধন্ত তুমি ! এতগুলি ভক্তকে আনন্দ দিলে । । அசைைக துர • যুক্ত রামলাল—ঠাকুর গ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্প ত্র ও কালীমন্দিরের পূজারী।