পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে। মন্মোহন, হৃদয়, মহিমাচরণ প্রভৃতি সঙ্গে । ১৮১ SAMA SAMeeMMAMMMAMAMMM MAeAMMMM AM AMMM AMAMMAAAA به همان مسیحیت بیسیم . ঘরের মধ্যে ভক্তের বসিয়া আছেন । ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাড়িয়ে কি ভাবছেন। ভক্তের চেয়ে অাছেন। g [**To s of s : The Undifferentiated and the Differentiated. } স্ত্রীরামকৃষ্ণ ( মনোমোহনের প্রতি )। সব রাম দেখছি! তোমরা সব ব’লে আছ ; দেখছি রামই সব এক একটী হ’য়েছেন । - মন্মোহন । রামই সব হয়েছেন ; তবে আপনি যেমন বলেন, “আপে। নারায়ণ, জলই নারায়ণ ; কিন্তু কোন জল খাওয়া যায়, কোন জলে মুখ ধোয়৷ চলে, কোন জলে বাসন মাজ । শ্রীরামকৃষ্ণ । হঁ। কিন্তু দেখছি তিনিই সব । জীব জগৎ তিনি হয়েছেন । এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোট খাট্টতে বসিলেন । , - [ সত্য কথা । ] o, শ্রীরামকৃষ্ণ ( মহিমাচরণের প্রতি )। হ্যাগ, সত্য কথা কইতে হবে ব’লে কি আমার শুচিবাই হলে নাকি ! যদি হঠাৎ বলে ফেলি খাবনা, তবে খিদে পেলেও আর খাবার যে নাই। যদি বলি ঝাউতলায় আমার গাড় নিয়ে অমুক । লোকের যেতে হবে,—আর কেউ নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে ব’লতে হবে। একি হলো বাপু ! এর কি কোন উপায় নাই । [ সঞ্চয় ও সন্ন্যাসী । ] هیچ “আবার সঙ্গে ক’রে কিছু আনবার যো নাই। পান, খাবার,—কোন জিনিস সঙ্গে ক’রে আনবার যে নাই। তা হলে সঞ্চয় হলো কি না। হাতে মাটি নিয়ে আসবার যো নাই!” - এই সময় একটী লোক আসিয়া বলিল, মহাশয়, হৃদয়ঙ্গ যদুমল্লিকের বাগানে এসেছে, ফটকের কাছে দাড়িয়ে ; আপনার সঙ্গে, দেখা ক’বুতে চায়। স্ত্রীরামকৃষ্ণ ( ভক্তদের প্রতি ) ৷ হৃদের সঙ্গে একবার দেখা ক’রে জাসি । তোমরা বোসো । - ßr এই বলে কালে বার্লিস করা চটা জুতাটা পরে তিনি পূৰ্ব্বদিকের ফটক অভিমুখে চলিঙ্গেন। সঙ্গে কেবল মাষ্টার । । --خلاسما

  • ‘হাদয় মুখোপাধ্যায়, সম্পর্কে ঠাকুরের ভাগিনেয়। ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকট সিওড়ে হৃদয়ের বাড়ী। প্রায় বিংশতি বর্ষ ঠাকুরের কাছে থাকিয়া দক্ষিণেশ্বরের মন্দিরে মা কালীর পূজা ও ঠাকুরের সেবা করিয়াছিলেন। তিনি বাগানের কত্ত্ব পঙ্কীয়দের অসন্তোৰভাজন হওয়াতে ভাষার বাগাঙ্গ প্রবেশ কৱিবাক্ষ ছয়ুজ ছিল না। -