পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Syఆ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [১৮৮৪,২৬ অক্টোবর। پایتختجمع SAMMAMMMAMAMA S AiMMMAMAMAMAMAMAAA AAAA SAAAAAeee eSeSeeSeSeeSeSeSAASAASAASAAAS ఆశాvళాఖ^^^^^^^^^^^^^^^^^^^^u^^^^^^^^^^^ ఇ. , চারা করো, চারা ফেলে। ক্রমে গভীর জল থেকে মাছ আসবে, আর জল নড়বে। তখন আনন্দ হবে। হয়তো মাছটার খানিকট একবার দেখা গেলেী—মাছটা ধপাঙ ক’রে উঠলো। যখন দেখা গেল, তখন আরো ७ीॉनब्ल । “দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাথম পাবে ! ( মহিমাচরণের প্রতি । ) এ তে ভাল বালাই হ’লে ! ঈশ্বরকে দেখিয়ে দাও, আর উনি চুপ করে বসে থাকবেন! মাখম তুলে মুখের কাছে ধরে ! ( সকলের হাস্ত ) ৷ “ভাল বালাই—মাছ ধ’রে হাতে দাও ! “একজন রাজাকে দেখতে চায়। রাজা আছেন সাত দেউড়ীর পরে। প্রথম দেউড়ী পার না হ’তে হ’তে বলে, ‘রাজা কই ? যেমন আছে, এক একটা দেউড়ী তে পার হতে হবে ।” [ ঈশ্বরলাভের উপায়—ব্যাকুলত । ] . মহিমাচরণ। কি কৰ্ম্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে। শ্রীরামকৃষ্ণ। এই কৰ্ম্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর এ কৰ্ম্মের দ্বারা পাওয়া যাবে না, তা নয়। র্তার কৃপার উপর নির্ভর । তবে ব্যাকুল হ’য়ে কিছু কৰ্ম্ম ক’রে যেতে হয়। ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। “একটা স্বয়োগ হওয়া চাই। সাধুসঙ্গ, বিবেক, সদগুরু লাভ ; হয় তো এক জন বড় ভাই সংসারের ভার নিলে ; হয় তো স্ত্রীটী বিদ্যাশক্তি, বড় ধাৰ্ম্মিক ; কি বিবাহ আদপেই হলো না, সংসারে বদ্ধ হ’তে হ’লো না ;— এই সব যোগাযোগ হ’লে হ’য়ে যায় । “এক জনের বাড়ীতে ভারি অস্থখ ;—যায় যায়। কেউ ব’ল্পে, স্বাতী নক্ষত্রে বৃষ্টি পীড়বে, সেই বৃষ্টির জল মড়ার মাথার খুলিতে থাকবে, আর একটা সাপ ব্যাঙকে তেড়ে যাবে, ব্যাঙকে ছোবল মারবার সময় ব্যাঙটা ষাই লাফ, দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ মড়ার মাথার খুলিতে পড়ে যাবে ; সেই বিষের ঔষধ তৈয়ার ক’রে যদি খাওয়াতে পার, তবে বাচে। তখন যার বাড়ীতে অসুখ, সেই লোক দিন ক্ষণ নক্ষত্র দেখে বাড়ী থেকে বেরুলো, আর ব্যাকুল হয়ে ঐ সব খুজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাক্ছে, ঠাকুর । তুমি যদি জোটপাট করে দাও, তবেই হয় ? এইরূপে যেতে যেতে সত্য