পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯s শ্ৰীশ্ৰীরামকৃষ্ণকথামৃত।।১৮৮৪, ২৬ অক্টোবর AMAMMeMeA AMS eeSeSeeeeMAMeMAMMA AMAMAMMAMMMAMAMMAMMMMMMS MSMSMS “তার পরদিনই সেজে৷ বাবুর কাছে দেবেক্সের চিঠি এলো—আ মাকে উৎসব দেখতে যেতে বারণ করেছে। বলে—অসভ্যতা হবে, গায়ে উড়ানি থাকবে না ! ( সকলের হান্ত )।

[ নির্লিপ্ত গৃহস্থ ও কাপ্তেন । ]

স্ত্রীরামকৃষ্ণ ( মহিমাচরণের প্রতি ) । আর একটা আছে –কাপ্তেন * সংসারী বটে, কিন্তু ভারি ভক্ত। তুমি আলাপ কোরে । “কাপ্তেনের বেদ বেদান্ত, শ্ৰীমদ্ভাগবত, গীতা, অধ্যাত্ম, এ সব কণ্ঠস্থ । তুমি আলাপ ক’রে দেখো । “খুব ভক্তি। আমি বরাহনগরে রাস্তা দিয়ে যাচ্চি, তা আমায় ছাত ধরে ? “ওর বাড়ীতে লয়ে গিয়ে কত যত্ন !—বাতাস করে—প টিপে দেয়—আর নানা তরকারি করে খাওয়ায়। আমি এক দিন ওর বাড়ীতে পাইখানায় বেহুস হ’য়ে গেছি। ও তো অত আচারী, পাইখানার ভিতর আমার কাছে গিয়ে প৷ কাক ক’রে বসিয়ে দেয়! অত আচারী ঘৃণা করলে না। “কাপ্তেনের অনেক খরচ। কাশীতে ভায়েরা থাকে, তাদের দিতে হয়। মাগ আগে কৃপণ ছিল, এখন এত বিব্রত হয়েছে যে, সব রকম খরচ করতে “কাপ্তেনের পরিবার আমায় ব’ল্পে যে, সংসার ওর ভাল লাগে না । তাই মাঝে ব’লেছিল, সংসার ছেড়ে দেবো । মাঝে মাঝে, ছেড়ে দেবো ছেড়ে দেবে, করতো। - “ওদের বংশই ভক্ত। ওর বাপ লড়ায়ে যেতো। শুনেছি লড়ায়ের সময় এক হাতে শিব পূজা, এক হাতে তরবার খোলা, যুদ্ধ করতো। - “লোকটা ভাগ্নি আচারী। আমি কেশব সেনের কাছে যেতুম, তাই এখানে একমাস আসে নাই। বলে কেশব সেন ভ্ৰষ্টাচার—ইংরাজের সঙ্গে খায়, ভিন্ন জাতে মেয়ে বিয়ে দিয়েছে; জাত নাই। আমি বল্লম,-“আমার সে সবে দরকার কি ? কেশব হরিনাম করে, দেখতে যাই, ঈশ্বরীয় কথা শুনতে যাই —আমি কুলটি খাই, কাটায় আমার কি কাজ ? তবুও আমায় ছাড়ে না ; বলে তুমি কেশব সেনের ওখানে কেন যাও? তখন আমি বহুম, একটু বিরক্ত হয়ে, আমি তো টাকার জন্য যাই ন-আমি হরিনাম শুনতে যাই— S BBDSDDDDB BBBBBS BBBB BBBS BBBBBD DDD DDD SLLLS dent) তিনি কলিকাতায় থাকিতেন। অতি সদাগরনিষ্ঠ ৰাৱণ ও পয়ম ভক্ত।