পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে মন্মোহন স্ট্রি মহিমাচরণ প্রভৃতি সঙ্গে । ১৯৯ eSiSiS হইয়াছে,—বাহিৰে বাহির্ক্সে বেড়ান, কখন কখন বাড়ীতে গিয়া থাকেন। বাড়ীতে কিছু জমি টমি আছে, তাহাতেই স্ত্রী-পুত্রকন্যাদির ভরণপোৰণ হয়। তবে প্রায় হাজার টাকা দেন আছে, তজ্জন্য হাজরা মহাশয় সৰ্ব্বদা চিন্তিত থাকেন ও কিসে শোধ যায়, সৰ্ব্বদা চেষ্টা করেন। কলিকাতায় সৰ্ব্বদা যাতায়াত আছে, সেখানে ঠনঠনেনিবাসী ত্রযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তাহাকে সাতিশয় যত্ন করেন ও সাধুর ন্যায় সেবা করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ র্তাহাকে । যত্ন ক’রে রেখেছেন, কাপড় ছিড়ে গেলে কাপড় কিনে দেওয়ান, সৰ্ব্বদা সংবাদ । লন ও ঈশ্বরীয় কথা তাহার সঙ্গে সৰ্ব্বদা হয়ে থাকে। হাজরা মহাশয় বড় তার্কিক, প্রায় কথা কহিতে কহিতে তর্কের তরঙ্গে ভেসে এক দিকে চলে যেতেন। বারাওয়ে আসন ক’রে সর্বদা জপের মালা লয়ে জপ করতেন। হাজরা মহাশয়ের মাতাঠাকুরাণীর অস্থখ সংৰাদ আসিয়াছে। রামলালকে । দেশ থেকে আসবার সময় তিনি হাতে ধ’রে অনেক ক'রে বলেছিলেন. খুড়ো মহাশয়কে আমার কাকুতি জানিয়ে বোলে, তিনি যেন প্রতাপকে ; ব’লে ক’য়ে দেশে পাঠিয়ে দেন ; একবার যেন আমার সঙ্গে দেখা হয় " " - ঠাকুর তাই হাজরাকে বলেছিলেন, ‘একবার বাড়ীতে গিয়ে মার সঙ্গে । দেখা ক’রে এসে ; তিনি রামলালকে অনেক ক’রে বলে দিয়েছেন। মাকে । কষ্ট দিয়ে কখন ঈশ্বরকে ডাকা হয় ? একবার দেখা দিয়ে বরং চলে এসে । ভক্তের মজলিস ভাঙ্গিলে পর, মহিমাচরণ হাজরাকে সঙ্গে করিয়া ঠাকুরের . কাছে উপস্থিত হইলেন। মাষ্টারও আছেন । । মহিমাচরণ ( শ্রীরামকৃষ্ণের প্রতি, সহাস্তে )। মহাশয়! আপনার কাছে দরবার আছে। আপনি কেন হাজরাকে বাড়ী যেতে বলেছেন ? ওর আবার সংসারে যেতে ইচ্ছা নাই ৷ । স্ত্রীরামকৃষ্ণ। ওর মা রামলালের কাছে অনেক দুঃখ করেছে তাই বহুম, তিন দিনের জন্য না হয় যাও, একবার দেখা দিয়ে এলেীr:আকে কষ্ট দিয়ে কি ঈশ্বর সাধন হয়? আমি বৃন্দাবনে রয়ে যাচ্ছিলাম, তখন মাকে মনে পড়লো ; ভাবলুম—ম যে কাবে ; তখন আবার লেঞ্জো বাণুর সঙ্গে এখানে চলে এলুম। مسدس۔ , - “আর সংসারে যেতে জ্ঞানীর ভয় কি ? : মহিমাচরণ (সহস্তে )। মহাশয়, জ্ঞান হ’লে তো , # बँ*ङ्कृङ्ग भूका भशनञ्च-2ाक्लब कैबांकझक गब्रवश्र्महमूद : {