পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত। این > |ص= t> < ===ت শ্ৰীশ্ৰীভগবান শ্রীরামকৃষ্ণের বলরামের গৃহে আগমন ও র্তাহার সহিত শ্ৰীযুক্ত নরেন্দ্র, গিরীশ ঘোষ, বলরাম, চুণিলাল, লাটু, মাষ্টার, নারায়ণ প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ । 11th March; 1885. প্রথম পরিচ্ছেদ । [ ভক্তগুহে—ভক্তসঙ্গে । ] ফাল্গুন কৃষ্ণ দশমী তিথি, ‘পূৰ্ব্বাষাঢ়ানক্ষত্র । ২৯শে ফাঙ্কন বুধবার, ইংরাজী ১১ মার্চ, ১৮৮৫ খৃষ্টাব্দ। y” আজ আন্দাজ বেলা ১০টার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বস্থ বলরামের মন্দিরে শ্ৰীশ্ৰীজগন্নাথের প্রসাদ পাইয়াছেন । সঙ্গে লাটু আদি ভক্ত। ধন্য বলরাম ! তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কৰ্ম্মক্ষেত্র হইয়াছে ! কত নূতন নুতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেমডোরে বাধিলেন, ভক্তসঙ্গে কত নাচিলেন, গাইলেন ! যেন গৌরাঙ্গ শ্রীবাসমন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন ! দক্ষিণেশ্বরের কালীবাটতে বসে বসে কাদেন ; নিজের অন্তরঙ্গ দেখিবেন। ব’লে ব্যাকুল । রাত্রে ঘুম নাই s মাকে বলেন, ‘মা ওর বড় ভক্তি, ওকে টেনে নাও ; মা ওকে এখানে এনে দাও ; যদি সে না আসতে পারে, তা হ’লে মা আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি । তাই বলরামের বাড়ী ছুটে ছুটে আসেন। লোকের কাছে কেবল বলেন, বলরামের yজগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন। যখন আসেন অমনি বলরামকে নিমন্ত্রণ করিতে পাঠান। বলেন, ‘যাও—নরেন্দ্রকে, ভবনাথকে, রাখালকে নিমন্ত্ৰণ ক’রে