পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে । २०१ SSASAS SSASMSMSAMMMAMMAAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAMeAS SSAS SSAS SSAS SSAS SSAS অমনি হাতটা ঝন ঝন কন কন; খুব বেদন ! শেষে মাকে প্রার্থনা ক’বুলুম, “ম, আর আমন কৰ্ম্ম ক’বৃবে না, ম৷ এবার মাপ কর ” [ছোট নরেন । ] শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি )। হ্যাগ, ছোট নরেন যাওয়া আসা ক’চ্ছে, বাড়ীতে কিছু বলবে ? কিন্তু খুব শুদ্ধ, মেয়ে সঙ্গ কখনও হয় নাই । মাষ্টার । আর খোলটা বড় । শ্রীরামকৃষ্ণ । ই, আবার বলে যে, ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে। বলে—ছেলেবেলায় আমি র্কাদতুম—ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে। মাষ্টারের সঙ্গে ছোট নরেন সম্বন্ধে এইরূপ অনেক কথা হইল । এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলি য়া উঠিলেন, “মাষ্টার মহাশয়! আপনি স্কুলে যাবেন না ? A. - শ্রীরামকৃষ্ণ। ক'টা বের্জেছে ? একজন ভক্ত ) একটা বাজতে দশ মিনিট । শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি ) ৷ তুমি এস, তোমার দেরী হচ্ছে। একে কাজ ফেলে এসেছো । ( লাটুর প্রতি ) রাখাল কোথায় ? লাটু। চ’লে গেছে —বাড়ী । শ্রীরামকৃষ্ণ । আমার সঙ্গে না দেখ! ক’রে ? S AASAASAASAA AAASAAAS দ্বিতীয় পরিচ্ছেদ । [ অপরাহ্নে—ভক্তসঙ্গে । ] স্কুলের ছুটীর পর মাষ্টার আসিয়া দেখিতেছেন—ঠাকুর, বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। মাষ্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া, ও তিনি প্রণাম করিলে, ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন । ত্রযুক্ত গিরীশ ঘোষ, স্বরেশ মিত্র, বলরাম, লাটু, চুণিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন। ইরামকৃষ্ণ (গিরীশের প্রতি) । তুমি একবার নরেজের সঙ্গে বিচার করে দেখে, সে কি বলে।