পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । [ ভক্ত্যঙ্গে—ভজনানন্দে । ] এই সময়ে ঠাকুর গান শুনিবেন ইচ্ছা প্রকাশ করিলেন। বলরা:নর বৈঠকখানায় এক ঘর লোক। সকলেই তাহার পান চাহিয়া রঙ্গিয়াছেন। কি বলেন শুনিবেন, কি করেন দেখিবেন । তারাপদ গান গাহিলেন ;— n গীত। কেশব কুরু করুণ দীনে কুঞ্জ কাননচারী। মাধব মনোমোহন মোহনমুরলীধারী। (হরিবোল হরিবোল হরিবোল, মন আমার ।) ব্রজকিশোর কালীয়হর কাতর-ভয়ভঞ্জন, নয়ন বঁাকা বাকী শিথিপাখ, রাধিকাহদিরঞ্জন— গোবৰ্দ্ধনধারণ, বনকুসুমভূষণ'; দামোদর কংসদপহারী, খাম রাসৰ্বসবিহারী। (হরিবোল হরিবোল হরিবোল, মন আমার । ) শ্রীরামকৃষ্ণ (গিরিশের প্রতি ) ৷ আহ বেশ গানটা ! তুমিই কি সব গান বেঁধেছ ? m একজন ভক্ত। ই, উনিই চৈতষ্ঠলীলার সব গান বেঁধেছেন। শ্রীরামকৃষ্ণ ( গিরীশের প্রতি ) ৷ এ গানটী খুব উতরেছে। - ত্রীরামকৃষ্ণ গায়কের প্রতি ) । নিভাইয়ের গান গাইতে পারে ? ; আবার গান হইল, নিতাই গেয়েছিলেন – । n গীত । কিশোরীর প্রেম নিবি আয়, প্রেমের জুয়ার ব’য়ে যায়। বইছে রে প্রেম শতধারে, যে যত চায় তত পায় ॥ প্রেমের কিশোরী, প্রেম বিলায় সাধ করি, রাধার প্রেমে বল রে হরি ;