পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীযুক্ত গিরীশের বাড়ী—নরেন্দ্রাদি সঙ্গে । ૨ગ ગ S AAAAAS AAAAA TS S S S S S S AAAA SSAAAASSSS S S SS SSAS SSASAMSAAAA SAS SSAS SSAS SSAS নিত্যগোপাল । ] নিত্যগোপাল প্রণাম করিলেন । শ্রীরামকৃষ্ণ (নিত্যগোপালের প্রতি ) ৷ ওখানে ?— নিত্য। আজ্ঞা হা, দক্ষিণেশ্বরে যাই নাই। শরীর খারাপ। ব্যথা । শ্রীরামকৃষ্ণ । কেমন আছিস্ ? * নিত্য । ভাল নয় । শ্রীরামকৃষ্ণ । দুই একগাম নীচে থাকিস । নিত্য ৷ লোক ভাল লাগে না । কত কি বলে—ভয় হয় । এক একবার খুব সাহস হয়। শ্রীরামকৃষ্ণ । তা হবে বৈ কি। তোর সঙ্গে কে থাকে ? নিত্য । তারক ক্ষু ও সৰ্ব্বদ আমার সঙ্গে থাকে ; ওকেও সময়ে সময়ে ভাল লাগে না । শ্রীরামকৃষ্ণ । ন্যাঙটা ব’লতে, তাদের মঠে একজন সিদ্ধ ছিল । সে আকাশ তাকিয়ে চলে যেতে ; গণেশগজী-—সঙ্গী যেতে বড় দুঃখ --অধৈৰ্য্য হ’য়ে গিছলো । বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবাস্তর হইল। আবার কি ভাবে অবাক হ’য়ে রহিলেন । কিয়ৎকাল পরে বলিতেছেন, “তুই এসেছিল ? আমিও এসেছি।” এ কথা কে বুঝিবে ? এই কি দেব-ভাষা ? AAAAASS SAA AAAeeAAA AAAASAASAA AA ASASASAS SS SAAAA SS S SSAAA AAAA AAAAAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAeeeS সপ্ত পরিচ্ছেদ । [ পার্ষদ মঙ্গে । অবতার সম্বন্ধে বিচার । ] ভক্তেরা অনেকেই উপস্থিত ;—শ্রীরামকৃষ্ণের কাছে বসিয়া আছেন। নরেন্দ্র, গিরীশ, রাম, হরিপদ চুনি, বলরাম, মাষ্ট্র—অনেকে আছেন । নরেন্দ্র মানেন না যে, মানুষদেহ লইয়া ঈশ্বর অবতার হন । এদিকে গিরীশের জলস্ত বিশ্বাস যে, তিনি যুগে যুগে অবতার হন, আর মানবদেহ ধারণ ক’রে মৰ্ত্তলোকে আসেন। ঠাকুরের ভারি ইচ্ছা যে, এ সম্বন্ধে দুজনে বিচার হয় । শ্রীরামকৃষ্ণ (গিরীশের প্রতি ) ৷ একটু ইংরাজিতে দুজনে বিচার করে, আমি দেখ বো।

  • শ্ৰতারকনাথ ঘোষাল—শ্ৰীশিবাননদ ।